সরকার আমায় যে নিরাপত্তা দিল; মন চায় একটু চুমাই!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৫ নভেম্বর, ২০১৩, ০৮:৩৬:৪৫ রাত
আমি তো মেলা সুখে আছি
দিন রাত শুধু ঘুমাই
সরকার আমায় যে নিরাপত্তা দিল;
মন চায় একটু চুমাই!
রাস্তা ঘাট আর গ্রাম শহরে
খুনি লম্পট কেউ নাই
ভাল মানুষগুলো সব জেলে ভরা
ভাইয়ের ভালবাসা পেতে কই যাই?
বোনের ইজ্জত দূরেই থাকুক
আমার কথা বলি আমি
শরীরটা যায় যাক যেভাবেই
দাড়ি টুপিটাও কি কম দামী?
কতটুকু সুখ দিয়েছে আসলে
মুসলিম নামী এ সরকার
আবার আবার বিরক্তিকর সুখ
কতটুকু আর দরকার???
বিষয়: রাজনীতি
১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন