হরতালে কিছুই হবেনা! ! দেশটা তলানিতে গেলেও বুবুজানের কিচ্ছু যায় আসে না!!!
লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ০৫ নভেম্বর, ২০১৩, ০৮:৫০:১৮ রাত
হরতাল করে জানমালের ক্ষতি ছাড়া আর কিছুই হবেনা। বরং হিতে বিপরীত হতে পারে। জনগণ বিগড়ে যেতে পারে। ঢিলেঢালা হরতাল এই বার্তাই দিচ্ছে। সিলেটে সাধারণত শান্তিপূর্ণ ভাবে হরতাল খুব ভালই পালিত হয়। হাতেগুনা কিছু রিকসা ছাড়া েকান মোটরযান রাস্তায় বের হয়না । অথচ ইদানীংকালে এর ব্যতিক্রম লক্ষ্য করছি। দালাল ও ভারতপন্থী নেতারা বেগম জিয়াকে গতানুগতিক আন্দোলনের পরামর্শ দিয়ে ভিন্ন পথে পরিচালিত করছে ও সময়ক্ষেপণ করাচ্ছে। আমার মতে এখন আন্দোলনের একটাই ধারা হওয়া উচিৎঃ আওয়ামীলীগ ক্ষমতা থেকে না সরে যাওয়া পর্যন্ত লাগাতার অবরোধ করে ঢাকাকে সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সব পয়েন্ট, নৌ বন্দরসমুহ, সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন সহ সরকারী স্থাপনা অফিস অবরোধ করে রাখা। টানা অবস্থান কর্মসূচী পালন করা। তবেই কাজের কাজ হতে পারে। এই গতানুগতিক হরতাল মার্কা আন্দোলন দিয়ে কিছু হবে না। দেশের মানুষের প্রাণহানি সম্পদহানিতো নয়ই পুরো দেশটাই তলানিতে গেলেও বুবুজানের কিচ্ছু যায় আসে না!!!
বিষয়: বিবিধ
১৩৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন