কল্পনা

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ১২ মার্চ, ২০১৬, ১১:১১:১৮ রাত



বহু বছর পুরনো মানুষের কঙ্কাল দেখে এই মন বল্ল

আজ থেকে একশত বছর পর এই আমার দেহটি

মাটির বুকে পচে গলে একটি কঙ্কাল তৈরী হইবে

আমি এসে ছিলাম এই পৃথবীতে তার কোন চিহ্ন রবে না

আমি হারিয়ে যাব কোন এক মহা-কালের মাঝে

আমার মৃত্যুর পর আমি কোথয় যাব?আমি চিনি না

সেই আবাস স্হান,আমি কখনো দেখিনি সেই স্হান

আমি সেখানে কিভাবে পৌছাইব তাও আমার জানা নেই

সেখানে যারা আছেন তারাও আমার খবর নেয়নি এসে

অথচ তাদের অনেকেই আমার সাথে উঠ বস করছেন

ওরা হয়তো এত দিনে এই আমাকে ভুলে গেছেন

আমারও ওদের তেমন মনে হয়না একটু একটু

একদিন আমি ঠিক ওদের মত এদেরকেও ভুলে যাইব

তখন আমি এই পৃথিবীতে থাকব না

যখন আমি এই পৃথিবীতে থাকব না

আমি কি যারা থাকবে তাদের দেখব?

হয়তো তারা আমাকে দেখবে না নিশ্চিত

কিন্তু আমি দেখব এমনি মূক বধির হয়ে

সত্যেই কি আমার মৃত্যুর পর আমি এই পৃথিবী দেখব?

নাকি এ শুধু আমার কল্পনা মাত্র?

নাকি কল্পনারও চোঁখ আছে?

কেউ বল্ল কল্পনারও চোঁখ আছে

তবেতো আমি সেই চোঁখ দিয়ে এই পৃথিবী দেখব

আমার মৃত্যুর পরে,একি কল্পনার চোঁখেতো পৃথিবী নাই বল্লেই হয়

একটি সরিষা দানার এক কুটি ভাগেরও এক ভাগ নয়

তাহলে আমি পৃথিবীর মানুষ দেখব কি করে?

নাকি পৃথিবীতে এখন আর মানুষ নাই?

নাকি মৃত্যুর চোঁখে সবাই মৃত?

যেমন জীবনের চোঁখে মৃত্যু নাই।

বিষয়: বিবিধ

৯৭১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362339
১৩ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। লিখতে থাকুন সঙে আছি।।
362512
১৫ মার্চ ২০১৬ দুপুর ১২:১৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আমাদের উচিত বেশি বেশি মরণকে স্মরণ করা।ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File