এই কথা গুলো কি সত্য বলা যায়??

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ০৩ মার্চ, ২০১৬, ০৫:৫০:১৭ বিকাল

########

তোমার পথ আমার পথ আলাদা,

আমার পথ কাঁটা যুক্ত,আমি প্রতিদিন

পথ পরিস্কার করে চলি,যেন,

পায়ে কাঁটা না বিধে।

###এটা ভুল আমার পরিবারের ঘৃণীত কাজে

আমি ঘৃণীত হব,কারণ আমার কবরতো আলাদা৷

###মহত এমনই একটা গুণ যা জীবন ভরে সইয়ে,সইয়ে গড়তে হয়,আর সমস্ত দুঃখ সইবার শক্তি যার আছে সেই মহত ব্যাক্তি৷

###জ্ঞ্যান হচ্ছে চিন্তার প্রকাশ,সুতরাং জ্ঞ্যানী ব্যাক্তি চিন্তাশীল৷আর চিন্তাশীল ব্যাক্তি সর্বাপেক্ষা চিন্তা করতেই ভালবাসে৷

####আমি অদৃশ্য শয়তানে বিশ্বাসী নই,আমি প্রকাশ্য শয়তানে বিশ্বাসী৷আর সেই হচ্ছে প্রকাশ্য শয়তান,যে নিজ প্রাণের জন্য দুঃখ সৃষ্টি করে৷

####শয়তানের মুখ মন্ডল ঠিক শয়তানের মত,তবে,তারা মানুষের রুপও ধারণ করতে পারে৷আর তখন তার কর্মই পরিচয় করে দেয় সে মানব আকৃতি শয়তান৷

###মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষ,যতক্ষণ সে অন্যের অন্তরে মানুষ রুপে বিরাজ করে৷অন্যথায়,সে অন্য কোন প্রাণী৷

####আমি ততক্ষণ পর্যন্ত মানুষ,যতক্ষণ আমি নিজেকে পরিচালিত করিব৷আর যখন আমার ইচ্ছা আমাকে পরিচালিত করবে তখন আমি তাদের অন্তর ভোক্ত হইব,যারা সমাজে ঘৃণীত৷কারণ,ইচ্ছা মানুষকে পূণ্যের চেয়ে পাপের দিকেই বেশী দাবীত করে৷

####আমি প্রতিবার ঘুমানোর আগে আল্লাহর নিকট এই প্রার্ধনা করি,হে আল্লাহ তোমি আর আমাকে পৃথিবীর সূর্যের মুখ দেখায়ও না৷কারণ,তোমি জান আমি একজন ভিতু লোক,আর এই পৃথিবী হচ্ছে ভীতু লোকের জাহান্নাম৷সুতরাং আমার জীবন অপেক্ষা মৃত্যুই শ্রেয়৷

###যে সম্পর্ক সকল মানুষ ঘৃণা করে সেই সম্পর্ক অবৈধ সম্পর্ক৷যেমন,ব্যাবিচার পুরুষও ব্যাবিচার নারীর সম্পর্ক৷আর নিশ্চয় তারা ভয়ংকর সাহশী হয়৷

###এই মানব জীবনে সুখী হওয়ার একটাই উপায় আছে,আর তাহলো জীবনকে উপভোগ করা,ভোগ করা নয়৷

###মূর্খরা দুঃখে অন্ধকার দেখে,আর জ্ঞ্যানীরা আলো দেখে৷তাই জ্ঞ্যানীদের কোন দুঃখ নাই৷

###মানুষ পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে,যতক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকার স্বপ্ন দেখে,স্বপ্ন নাইতো সে বেঁচে থেকেই মৃত৷

###আমার মৃত সংবাদ যদি কাউকে মুক্তি দেয়,তা যেমন আমার ভাল,কেউ যদি আমার জন্য কাঁদে তেমনি আমার জন্য ভাল৷কারণ,যে কাঁদল আমি তাকে ভালবেসে ছিলাম,আর যে মুক্তি পেল আমি তাকে ভালবাসার সুযোগ করে দিলাম৷

বিষয়: সাহিত্য

১১৩২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361250
০৩ মার্চ ২০১৬ রাত ০৮:১৬
শেখের পোলা লিখেছেন : কথফাগুলো ভাল লাগল৷ ধন্যবাদ৷
০৫ মার্চ ২০১৬ দুপুর ০৩:১০
299514
মোঃ কবির হোসেন লিখেছেন : মনকে উৎসাহিত করে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।শুভ কামনা রইল,ভাল থাকবেন।Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File