আমি হরতাল,অবরোধ বিরোধী
লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ১৫ মার্চ, ২০১৫, ১১:১১:০৩ সকাল
আমি কি পারবনা আর স্বস্হিতে শ্বাস নিতে
আমার কি শেষ হবেনা হরতাল,অবরুধ গানি টানা
আর কতকাল আমি বোবা হয়ে বেঁচে রইব
আমার এই বোবা হয়ে বাঁচা কি মৃত মানুষের তুল্য নয়?
আর আমি পারবনা মৃত মানুষদের মত বাঁচতে
আর আমি ভয় নিয়ে বাঁচব না এক মহুর্ত
আমাকে বাঁচতে হবে জীবিত মানুষের মত
আমি বাঁচতে চাই মানুষের মত
শোনোন,আমি মৃত নই জীবিত মানুষ
আপনারাও আমার মত জীবিত হোন
আর মৃত মানুষের মত থাকবেন না
আপনি জেগে উঠোন
আপনার ভিতরকার মানুষটি জাগ্রীত করুন
আমি দেখলাম আপনার ভিতরের মানুষটি মহান
আমি বন্ধু হলাম আপনার ভিতরকার মানুষটির সাথে
সে আমার সাথে,আমি তার সাথে একমত
আর অবরোধ,হরতাল মানব না
আপনি একি শোনালেন আমাকে
আমি হরতাল,অবরোধ বিরোধী বলে
আপনি আমাকে জবাই করতে চান
অথচ আপনার ভিতকার মানুষটি
চিৎকার করে বলছে আর হরতাল,
অবরুধের নামে নরকে মানুষ দেখতে চায় না
তবেতো আমি দেখছি আপনি একজন হিংস্র মানুষ
আর আপনার ভিতরকার মানুষটি মহান আল্লাহ৷
উপরের ছবি দুটি হরতাল অবরুধ ইমেজ থেকে নেওয়া
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু
ফিটনেস বিহীন গাড়ি বিরোধী নই...
হরতাল অবরোধের প্রতি বিরুদ্ধভাব পোষণের সাথে সাথে আন্দোলনে এই দুটার বিকল্প কি হতে পারে তা যদি বাতলে দিতেন তাহলে ভাল হত।
মন্তব্য করতে লগইন করুন