এক জ্বলন্ত কবিতা
লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ২১ জুলাই, ২০১৩, ০৭:২৮:৪০ সন্ধ্যা
আমি সাপ বুকে ধরে ঘুমাতে যাই
সারারাত জেগে থাকি এই ভয় মনে
ঘুম ঘরে কখন যেন সাপটি মোরে
ছোঁবল মারে বক্ষ মাঝে-মোর প্রাণে
সেই ভয়ে সদাই আমি বইয়ে বেড়ায়
এক অসহ্য মৃত্যু যন্ত্রণা
এখন আমার মৃত্যু শ্রেয়
চেয়ে মোর এই বেদনা
হোক আজই এখুনী মোর মৃত্যু
আমি ধ্বংসীত নই সেই বনের সাপে
আমি এই ধংবসীত মানুষের পুষা সাপে
কত লোককে দেখি এই সাপকে আদর করিতে-
ভাল বাসীতে-খেলা দেখাইতে
কত প্রেম ভালবাসা দেখি তাদের জন্য সাপটির চোঁখে
আবার সাপটির জন্য কত প্রেম দেখি তাদের চোঁখে
আমার চোঁখে সাপটি দেখে ঘৃণা
ফণা তুলে ছোঁবল মারে প্রাণে
বিষ ঢেলে দেই সর্বাঙ্গে
বিষাক্ত এই জীবন
বাস মৃত্যুর সাথে
এক অসহ্য মৃত্যু যন্ত্রণা
এখন আমার মৃত্যু শ্রেয়
চেয়ে মোর এই বেদনা
হোক আজই এখুনী মোর মৃত্যু
এখন এই জীবন বড় দুর্বীষহ
বেঁচে আছি যেন কবর ঘরে
সাপটি যেন হাজার সাপ হয়ে
ফণা তুলে চেয়ে আছে আমার পানে
এখন দেখি সেই সাপ আমি
আমার চোঁখের মণিতে-মস্তিষ্কে
সর্বাস্হায় অসহ্যি যন্ত্রণা হয়ে
এখন আমার মৃত্যু শ্রেয়
চেয়ে মোর এই বেদনা
হোক আজই এখুনী মোর মৃত্যু
এখন আমি চারিদিকে দেখি সেই সাপ
আমার কল্পনাতেও শুধু সেই সাপ
আমার প্রতি শ্বাসে-প্রশ্বাসে নির্গত হয়
এখন সেই সাপের শ্বাস-প্রশ্বাস
চুম্বণ-প্রেম-ভালবাসা
এখন আমি সাপের দান
এক জ্বলন্ত শিখা
এক জ্বলন্ত কবিতা
এক অসহ্য জীবন
এখন আমার মৃত্যু শ্রেয়
চেয়ে মোর এই বেদনা
হোক আজই এখুনী মোর মৃত্যু
বিষয়: সাহিত্য
১২৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন