হে আল্লাহ তোমি আমাকে মানুষ করে মৃত্যু দিও
লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ১৯ জুন, ২০১৩, ০৩:৫৯:১১ দুপুর
১১ বছর বয়সেই বাবা! শোনে কি আপনি অবাক হলেন?আর হ্যা,
শোনে আমি শুধু অবাকই হইনি,প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি।
তবে,হ্যা,এখন আমার বিশ্বাস হচ্ছে চারিদিকের ঘটনা দেখে।
কত রকম অবাক হওয়ার মত ঘটনাই না প্রতি নিয়ত ঘটছে।
আমরা কি আর তার সব চোঁখে দেখি?,তার প্রায় সবইতো দেখি
আমারা অন্যের চোঁখে।একটু অন্যের চোঁখে তাকান,কি দেখছেন?
আরও ভয়ংকর কিছু দেখেছেন,ঠিক,তাই নয় কি?
নিউজিল্যান্ডের এক কিশোর সেই বাবা। তার সন্তানের মা
৩৬ বছর বয়সী এক নারী।নর্থ আইল্যান্ড এলাকায় ঘটনা ।
এখন আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে,হে ভ্রষ্টা নারী,
আজ তোমি যাকে ছোট করিলে বিশ্ব্যের চোঁখে-তাতে কি-
তোমি ছোট হওনি কিঞ্চিত, হে নির্লজ্জ-লোভী?।
আজ তোমাদের মত নষ্টা-ভ্রষ্টা-নির্লজ্জ-লোভী কিছু নারীর কারণ-
তোমাদের চুমুর সাথে,দুষিত শ্বাসে পৃথিবী আর সমাজ হচ্ছে ধ্বংস মুখী।
হে ভ্রষ্টা নারী,আমি কিন্তু তোমাদের শুধু একা দুষি করছি না,
তোমাদের মত লোভী-জন্তু পুরুষদেরও বলছি।আবার জন্তু বলছি বলে,
মন খারাপ করো না।অবশ্য,আমি তোমাদের বলছি না,তোমাদের কর্মকে বলছি।
কেননা যে,তোমরাতো আর সুন্দর বস্তু পছন্দ কর না।বরং
তোমরা নিকৃষ্ট বস্তু পছন্দ করো।আর তেমন পছন্দ প্রকাশে
তোমরা জগত শ্রেষ্ঠ নিকষ্টই হও।যেমন,সমাজে নিকৃষ্ট প্রাণী
কুকুর-জংলী।
কত শোনি ও দেখি দড়ির একদিকে লম্বা হয়ে ঝুলন্ত নারী -পুরুষ।
তবু,কেন যে, নারী-পুরুষ অমন গর্হিত কাজ করে আমার বুঝে আসে না।
হয়তো,যখন আমি বুঝব,তখন আমিও তাদের মত কুকুর-জংলী হইব।
আল্লাহ মাফ করো,অমন গর্হিত কাজ করার আগে আমার তোমি মৃত্যু দিও।
আমাকে তোমি কুকুর-জংলীর মত মৃত্যু দিওনা।কবরে শুয়াই না।
তোমি মহান,আমাকে মানুষ করে মৃত্যু দিও।কবরে শুয়াইও।
বিষয়: বিবিধ
১৩৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন