দোষ দিও না

লিখেছেন লিখেছেন নাসিমা খান ০১ জুলাই, ২০১৩, ১০:৪৩:১১ রাত



আমাকে দোষ দিও না

আমি বরাবর এমনই ছিলাম

কখন চিল,কখন কবুতর হয়ে

আকাশের খুব গভীরে,

আবার কাকের মত

শহরের ডাস্টবিনে,

কথা দিয়েছিলাম দেখা হবে

কথা রাখতে পারিনি বলে

আমি চৈত্রের উত্তাপে শুকিয়েছি,

ভরা মৌসুমে আমার বুকে

ভাটার ক্রন্দন শুনি,

আমাকে দোষ দিও না

আমি ভৈরবের স্রোতধারায়

কতবার ভেসেছি,

একবারও ছুঁতে পারিনি

জ়লাঙ্গির ডেউ ।

আমি কেবলই বাসি হয়ে যাই

তাই একবার অ আমাকে দিয়ে

দেবতার পুজ়া হয়নি

এজ়ন্য আমাকে দোষ দিও না ।

বিষয়: সাহিত্য

১৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File