হযরত হাফেজ্জী হুজুর (রহঃ)

লিখেছেন লিখেছেন হানিফ খান ০১ জুলাই, ২০১৩, ১০:৫৭:০৯ রাত



হযরত হাফেজ্জী হুজুর (রহঃ)

বাংলাদেশের সঠিক ইসলামী রাজনীতির প্রতিষ্ঠাতা।

বাংলাদেশের আলেম সমাজকে আমাদের আমাদের এই মরহুম বীর সেনা রাজনীতি শিখিয়ে গেছেন। যিনি রাজনীতি করেছেন এক আল্লাহ্‌র বিধান এই জমিনে কায়েম করতে। তবে আফসোস আজো আমরা সেই কাংখিত লক্ষে পৌঁচতে পারিনি। তার একটি মাত্র কারন সেটি হল আমরা তার আদর্শ থেকে সরে একমাত্র নিজের বেক্তিগত ফায়েদা হাসেলের উদ্দেশে রাজনীতি করি। যেদিন আমাদের ভিতর এই লোভ টাকে সংশোধন করতে পারব সেদিনই কেবল সম্ভব হবে এই পীর আউলিয়ার জমীনে খোদার বিধান কায়েম করতে। ইনশাল্লাহ

বিষয়: বিবিধ

১৭৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File