এরাও মানুষ
লিখেছেন লিখেছেন নাসিমা খান ২২ জুন, ২০১৩, ০৯:৩৩:১৬ রাত
নাসিমা খান
খুলনা জিলা স্কুলের পিছন দিক থেকে উদায়ন স্কুলের পাশ দিয়ে নদীর পাড় দিয়ে প্রায় সারা বেলাই থাকে সুন সান,আর সকাল বেলাতে থাকে এক মনরম পরিবেশ ,পুলিশ সুপারের ওয়াল ঘেষে রাস্তার উপর চিৎ হয়ে শুয়ে থাকে এই মহিলা, হয়তো মানসিক বিকার গ্রস্থ সে । কিন্তু জেলা জজ, পুলিশ সুপার উনারাও কি বিকার গ্রস্থ ? বিবেক নিস্পেষিত হয় ,কান্নায় বুকটা ভেঙ্গে যায় ,আমি তো সম্বলহীন এক অমানুষ , কি করবো এর জন্য ?
এই তো আজ সকালেও ওকে একিভাবে শুয়ে থাকতে দেখলাম ।কত অফিসার , কত নেতারা যাচ্ছেন প্রাতঃভ্রমন সেরে , কারো চোখে পড়ে না, হুস করে পাশ কেটে চলে যান সরকারী গাড়ী হাকিয়ে পুলিশ সুপার ।ও পাশ ফিরে শোয়, ওকি রাতেও ওখানে থাকে? রাতের খবর জানি না ,রাতের কুত্তাগুলো ওকে কি কামড়ায় না ? কামড়ালেও কি এসে যায় কার ? ওতো কারো ব্যাক্তিগত সম্পত্তি নয় যে ওকে নিয়ে মানবতা ভাববে !!!!!!!!!!কত সভা সেমিনার ,কত মিছিল , মানবতা বাঁচাও !
লাড়ু মিয়াকে সবায় ভুলে গেছে তাই না ? হাসপাতালে চিরোদিনের জন্য যে আইওডিন টিনচার ,বিষের কৌটা ভক্ষণ করেছিলো, ওর জন্য এক কৌটা বিষের কি খুব অভাব সরকারের ? আমাদের ? বিবেকের ?
মানবতার কাছে , আমার মত অমানুষের প্রশ্ন রেখে গেলাম ।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন