কবিতা

লিখেছেন লিখেছেন নাসিমা খান ০৭ জুন, ২০১৩, ০৯:১৭:৩৩ রাত

মতিভ্রম

নাসিমা খান

কতদিন হলো স্বপ্ন দেখি না আর ,

উততপ্ত পথে নিরবিচ্ছিন্ন বেদনা ঝরেছে

তবু পারিনি তার পথ হারাতে,

...

স্মৃতিভ্রস্ট হতে চেয়েছি কিন্তু স্মৃতিরাই

বেঁধেছে আস্টেপৃষ্টে ,

ভালোবাসা কত বড় হলে

হিমালয়কে মাড়িয়ে যেতে পারে ?

মহাসমুদ্রে কত জল আছে যা

তোমার হৃদয়কে ভেজাতে পারবে ?

অথচ সামাণ্য ভালোবাসা সাইক্লোন

এনে দেয় তোমার বুকের কুঠোরিতে ,

তুলে দেয় চাদেঁর দেশে ,

হারিয়ে দেয় সম্ভ্রমের জালা,

এই তো ভালোবাসা, আমার স্বপ্নকে

অনাবৃত করে নীলিমার নীলে

একাকার করে ,

আমার দুচোখ ভরে অজস্র স্মৃতির খেলায়

ডুবাই, হারাই ,আবার যুগের চক্রখেলায়

এখানে নতুন রুপে এনে দেয়,

উচ্ছিস্টের মত,

তবু ভালোবাসি আজন্ম পাপে সিদ্ধ

হবো বলে —

বিষয়: সাহিত্য

১০৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File