rohosZ
লিখেছেন লিখেছেন জাগ্রত প্রজন্ম ০৭ জুন, ২০১৩, ০৯:৩৭:১৫ রাত
ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে সবচেয়ে বেশী পরিচিত করেছে সে ব্যক্তিটি নিঃসন্দেহে আশরাফুল। যার অবদানে বাংলাদেশ অনেক ম্যাচ জিতেছে । সেই ব্যক্তিটি আজ আসামীর কাঠগরায় কেন? কি কারনে বা কার চাপে এমন কাজে উতসাহিত হল তার রহস্য উম্মোচন না করে শুধু আশরাফুলকে দায়ী করা কি উচিত হবে? যে ব্যক্তিটি দেশের সুনামের জন্য যুদ্ধ করেছে, এই কেলেঙ্কারীর পর আশরাফুল নিজেই স্বীকার করে বলেছেন "দেশের ভালোর জন্য, ক্রিকেটের ভালোর জন্য আমি কর্তৃপক্ষকে সব বলে দিয়েছি।" তার এ জবানবন্দীই প্রমান করে তার দেশপ্রেম। তার অবদান বিবেচনা করে তাকে ক্ষমা করে পুনরায় দেশের জন্য ক্রিকেট যুদ্ধ করার সুযোগ দেওয়া উচিত নয় কি? তার প্রতি আমাদের এতটুকু সহানুভুতি সে কি পেতে পারে না?
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন