অসভ্য সাংসদ

লিখেছেন লিখেছেন জাগ্রত প্রজন্ম ০৯ জুন, ২০১৩, ০৯:৪৭:২১ রাত

আমরা এ কোন সমাজে বাস করি। এ কোন দেশে বাস করি। সংসদে বিএনপির কয়েক জন অনির্বাচিত সাংসদ সংসদে যে ভাষায় কথা বলে যা কোন সভ্য মানুষের পক্ষে আদৌ কিনা তাতে আমার যতেষ্ট সন্দেহ হয়। এ রকম অসভ্য উচ্চারন নিষিদ্ধ পল্লীতে যারা থাকে শুধু তারাই করতে পারে। আমার সন্দেহ হয় এরা কোন সভ্য ব্যনারে হোটেল পল্লীর সদস্য কিনা? ছি! এই রকম অসভ্য সাংসদদের। সাথে এই দলের অন্যান্য সাংসদদেরও ধিক্কার যারা এই রকম বক্তৃতা টেবিল চাপড়ে সমর্থন করে। তাহলে কি ধরে নেব দলের নির্ধারিত বক্তব্য। তাহলেতো এই দলটাকেও অসভ্য বলতে হয়। বলতে হবে অসভ্যদের প্রতিনিধী তারা। এই রকম নেতারা কখনো সভ্য মানুষের প্রতিনিধি হতে পারেনা।

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File