রহস্যের উম্মোচন
লিখেছেন লিখেছেন জাগ্রত প্রজন্ম ০৪ জুন, ২০১৩, ০১:৩৯:৪৪ দুপুর
অর্ন্তনিহিত পরিকল্পনার বহি: প্রকাশ ঘটল গত কাল সংসদে।মুলতবি প্রস্তাব জমা দিয়েও তা আবার তুলে নিল নিরোধী দল বিএনপি। সংসদ থেকে কোন কারণ না থাকা সত্বেও ওয়াক আউট করে গেলেন। আসলে তারা মনে হয় সংসদে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে বিশৃঙ্খলা, নৈরাজ্য, জালাও পোড়াও। সংসদে কোন আলোচনা করলে যদি তা সমাধান হয়ে যায় আর তাতে তাদের রহস্য যদি উম্মোচন হয়ে যায় তাহলে তাদের ভরাডুবিহয়ে যাবে। জনগনের তথা ভাবুন, জনগনের কাতারে আসুন।
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন