বিবিসির ঢাকা ব্যুরো এডিটর হলেন শাকিল
লিখেছেন লিখেছেন প্রেস২৪ ০৪ জুন, ২০১৩, ০১:২৯:১৫ দুপুর
বৃটিশ ব্রডকাস্টিং করপোরেশন -বিবিসির ঢাকা ব্যুরোর এডিটর হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক শাকিল বিন মুশতাক। বিবিসি বাংলা সার্ভিসের ঢাকা প্রধান হিসেবে কাজ করবেন তিনি।
আরটিভি দিয়ে সম্প্রচার সাংবাদিকতায় যাত্রা শুরু করে শাকিল একে একে কাজ করেছেন সিএসবি নিউজ, দিগন্ত টেলিভিশন, যমুনা টেলিভিশন, গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি) এবং সবশেষ একুশে টেলিভিশনে। এর আগে তিনি ভোরের কাগজের সহ-সম্পাদক পদে কাজ করেন।
প্রদায়ক হিসেবে প্রথম আলো থেকে সাংবাদিকতার হাতেখড়ি নিয়ে কাজ করেছেন মানবজমিন এবং মরহুম আতাউস সামাদের ‘এখন’ পত্রিকায়।
ক্যারিয়ারের শুরুতে ফিচার বিভাগে কাজ করলেও পরে রিপোর্টিং ও সংবাদ প্রযোজনার অভিজ্ঞতা অর্জন করেন শাকিল।
সম্প্রতি বিশ্বব্যাপী সংকোচন নীতি এবং কর্মী ছাঁটাইয়ের পরও বাংলাদেশে নতুন করে ব্যুরো এডিটর নিয়োগকে বিবিসির এ অঞ্চলে নতুন সুদূরপ্রসারী কৌশলের অংশ হিসেবেই দেখছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা।
সূত্র: দশদিক
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন