দিগন্ত টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের ব্যাপক প্রস্তুতি
লিখেছেন লিখেছেন প্রেস২৪ ২০ আগস্ট, ২০১৩, ০২:১১:২৫ দুপুর
সরকারের নির্বাহী আদেশে সম্প্রচার বন্ধ থাকার ৪র্থ মাসের ১১৫ তম দিনে ২৮আগস্ট ২দিন ব্যাপী ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দিগন্ত টেলিভিশন।
গত ১৯ আগস্ট টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় এ কথা জানান, দিগন্ত টেলিভিশনের নির্বাহী পরিচালক মাহবুবুল আলম।
সভায় আরো উপস্থিত ছিলেন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মজিবুর রহমান মঞ্জু, প্রধান বার্তাসম্পাদক জিয়াউল কবীর সুমন, জিএম (ব্রডকাস্ট) আবুল হাসান, ব্যবস্থাপক মোকসেদুল কামাল বাবু, মোজাহিদুল ইসলাম শাহীন, বার্তা সম্পাদক শাহীন হাসনাত, মোজতাহিদ ফারুকী, জুলফিকার হায়দার, মাহমুদ হাসান, বিশেষ প্রতিনিধি হাসান মাহমুদ, আমিরুল মোমেনিন মানিক প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর ২ দিন ব্যাপী এ আয়োজনের প্রথম দিনে ২৮ আগস্ট থাকছে সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত টেলিভিশনের নিজস্ব কার্যালেয় কেক কাটা ও শুভেচ্ছা গ্রহণ পর্ব। আশা করা হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠা বার্ষিকীর মত এবারও দেশের শীর্ষস্থানীয় বরেণ্য ব্যক্তিগণ এতে অংশগ্রণ করবেন। ইতোমধ্যে শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠন, রাজনীতিক, প্রশাসন, গণমাধ্যমসহ দেশের বিশিষ্ট ব্যিক্তত্বদের প্রতিষ্ঠা বার্ষিকীর দাওয়াত কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে।
২৯ আগস্ট দ্বিতীয় দিনে জাতীয় প্রেসক্লাবে সকাল ১০টা হতে ২টা পর্যন্ত প্রতিবাদী অবস্থান ও সংহতি বন্ধন কর্মসূচি।
এছাড়াও ২৮,২৯ আগস্ট ২দিন ব্যাপী দেশের প্রতিটি জেলা, উপজেলায় রালী, প্রতিবাদী অবস্থান ও সংহতি বন্ধন কর্মসূচি।
নির্বাহী পরিচালক মাহবুবুল আলম আরো জানান, সত্য ও সুন্দরেরপক্ষে জনগণের মাঝে ফিরে আসতে চায় দিগন্ত টেলিভিশন।
শিগগিরই আবারও সম্প্রচারে আসার সুযোগ দিতে সরকারের প্রতি দাবী জানিয়ে তিনি আরো বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায় দিগন্ত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এ প্রতিষ্ঠানে কর্মরতরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছে। সম্প্রচার সাময়িক বন্ধ থাকায় দিগন্তের ৫শতাধিক সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছে। একই সঙ্গে প্রতি মুহুর্তে দিগন্তের সংবাদ ও অনুষ্ঠান দেখা থেকে অগনিত দর্শক বঞ্চিত হচ্ছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার পুনরায় চালুর সুযোগ দিতে সরকারের প্রতি দাবী করছি।
প্রধান বার্তাসম্পাদক জিয়াউল কবীর সুমন বলেন," আমরা সরকারের অনুমতির অপেক্ষায় আছি । আমরা প্রস্তুতি নিচ্ছি পুন:সম্প্রচারের অনুমতির পর আরো প্রফেশনাল দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে দিগন্ত টেলিভিশনের সকল সংবাদকর্মীকে সাথে নিয়ে নতুন কিছু উপহার দিতে। আশা করি সরকার দেশের মানুষের মনোভাব বুঝে দিগন্ত টেলিভিশনের পুন:সম্প্রচারের অনুমতি প্রদান করবেন।"
উল্লেখ্য, কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই গত ৬ই মে ভোর ৪টা ২৪ মিনিটে সরকার বন্ধ করে দেয় দিগন্ত টেলিভিশনের সম্প্রচার। পরে এ পদক্ষেপকে সাময়িক বলে সরকারের তরফ থেকে জানানো হয়।
সূত্র: দশদিক
বিষয়: বিবিধ
১৭৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন