দুরন্ত শৈশব ঃ- ২ ( ছবি বল্গ )

লিখেছেন লিখেছেন সিকদারর ০৯ জুন, ২০১৩, ০৯:৩৮:২৬ রাত



মাছধরার আনন্দ । পাড়ার সকলে মিলে মাছ ধরা । ষোল, টাকি, কই, পুটি, নিয়ে বাড়ি যাওয়া । তারপর রান্না করে খাওয়া । আহ কি স্বাধ ! এখনও মুখে লেগে আছে ।



নৌকা করে খালে বিলে ঘুরে বেড়ানো । কখনও কচুরি পানার ফাকে ফাকে। কখনও কখনও কাশের ঘন বনে ঘুরে বেড়ানো । সে যে কি এক রোমান্চকর অনুভূতি ।



পাড়ার ছেলেদের বেয়ারিং গাড়িতে বেড়ানো ।



দুই চাকার সাইকেলে চড়ে বাড়ির উঠানে বিশ্ব জয়।



শৈশবে বন্ধুদের সাথে মারামারি আবার মিলেমিশে খেলাধুলা । কোথায় আজ সেই সাথিরা।



গাছের ডাল ধরে দোল খাওয়া ।

দোলদোল দুলুনি , রাংগা মাথার চিরুনি । এনে দেব হাট.......।



মাটিতে ডিগবাজী ।



বন্ধুদের নিয়ে ঘুরতে ঘুরতে পথের মাঝে গাছ পেলে ......।

বিষয়: বিবিধ

২৫৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File