বাংলাদেশ একজন রসিক রাজনীতিবিদকে হারাল
লিখেছেন লিখেছেন সিকদারর ২২ নভেম্বর, ২০১৫, ০৭:৩২:৫১ সন্ধ্যা
একজন বললে ভুল হবে বলা উচিত তিনিই একমাত্র একজন এই দেশের রসিক রাজনীতিবিদ ।জানিনা পৃথিবিতে উনার মত আর কোন দেশের রাজনীতি বিদ আছে কিনা। উনি যেদিন সংসদ অধিবেশনে উপস্থিত থাকতেন সেদিন সংসদ প্রানবন্ত ও হাস্যরসে পরিপূর্ণ থাকত । উনার রসিকতা পূর্ণ বক্তব্যর কারনে উনার বিরোধী দলের সাংসদগণ কিছুটা কোণঠাসা ও তটস্থ হয়ে থাকতেন আর স্পিকার প্রায় বিব্রত হয়ে দুই ঠোঁট চেপে নিজের হাসি লুকাতেন। উনার বুদ্ধিমক্তা পূর্ণ কটাক্ষ কথাগুলি আমরা সাধারন জনগণরা দারুন উপভোগ করতাম। আমি এমনও মানুষ দেখেছি যিনি কখনো টিভি সামনে না বসলেও উনি যেদিন সংসদে থাকবেন সেদিন কিন্তু ঠিকই টেলিভিশনের সামনে হাঁটু গেড়ে বসে থাকতেন। আমি উনার দোষ ক্রুটি নিয়ে কিছু বলব না কারন তিনি গতকাল উনার তকদিরের ফয়সালা অনুযায়ি সব দোষ ক্রুটির উরদ্ধে চলে গেছেন । আল্লাহ উনাকে ক্ষমা করুন। তবে আমিসহ আরো অনেকেই উনাকে মিস করবেন উনার হাস্যরস পূর্ণ বক্তব্যর জন্য । I LOVE YOU SAKA FOR YOUR FUNNY TALK . আমরা বাংলাদেশিরা আপনাকে মিস করব অনেকদিন বহুদিন ।
বিষয়: বিবিধ
১৮০৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হ্যাঁ, আদিরস বলতে যা বোঝায় আর কি!
মন্তব্য করতে লগইন করুন