বাংলাদেশ একজন রসিক রাজনীতিবিদকে হারাল

লিখেছেন লিখেছেন সিকদারর ২২ নভেম্বর, ২০১৫, ০৭:৩২:৫১ সন্ধ্যা



একজন বললে ভুল হবে বলা উচিত তিনিই একমাত্র একজন এই দেশের রসিক রাজনীতিবিদ ।জানিনা পৃথিবিতে উনার মত আর কোন দেশের রাজনীতি বিদ আছে কিনা। উনি যেদিন সংসদ অধিবেশনে উপস্থিত থাকতেন সেদিন সংসদ প্রানবন্ত ও হাস্যরসে পরিপূর্ণ থাকত । উনার রসিকতা পূর্ণ বক্তব্যর কারনে উনার বিরোধী দলের সাংসদগণ কিছুটা কোণঠাসা ও তটস্থ হয়ে থাকতেন আর স্পিকার প্রায় বিব্রত হয়ে দুই ঠোঁট চেপে নিজের হাসি লুকাতেন। উনার বুদ্ধিমক্তা পূর্ণ কটাক্ষ কথাগুলি আমরা সাধারন জনগণরা দারুন উপভোগ করতাম। আমি এমনও মানুষ দেখেছি যিনি কখনো টিভি সামনে না বসলেও উনি যেদিন সংসদে থাকবেন সেদিন কিন্তু ঠিকই টেলিভিশনের সামনে হাঁটু গেড়ে বসে থাকতেন। আমি উনার দোষ ক্রুটি নিয়ে কিছু বলব না কারন তিনি গতকাল উনার তকদিরের ফয়সালা অনুযায়ি সব দোষ ক্রুটির উরদ্ধে চলে গেছেন । আল্লাহ উনাকে ক্ষমা করুন। তবে আমিসহ আরো অনেকেই উনাকে মিস করবেন উনার হাস্যরস পূর্ণ বক্তব্যর জন্য । I LOVE YOU SAKA FOR YOUR FUNNY TALK . আমরা বাংলাদেশিরা আপনাকে মিস করব অনেকদিন বহুদিন ।

বিষয়: বিবিধ

১৮০৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350905
২২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
শেখের পোলা লিখেছেন : আল্লাহর অজানা দুনিয়ায় কিছুই ঘটেনা তাই এটা তকদিরের লিখন ঠিকই তবে তার পিছনে বেশ কয়েকজনের পরীক্ষা হয়ে গেল৷ যেমন হজরত সুমাইয়া ও ইয়াসীরের জীবন গেল আর আবু জেহেলের পরীক্ষা হল৷সাইন্সের ছাত্ররা জ্যান্ত নিরাপরাধ বেঙ কেটে পরীক্ষা করত৷ তেমনই এখানেও৷ ধন্যবাদ৷
২২ নভেম্বর ২০১৫ রাত ১১:১৯
291308
অপি বাইদান লিখেছেন : হুমম!! ছিড়ে আঁটি বাঁধা......
২২ নভেম্বর ২০১৫ রাত ১১:৩২
291310
শেখের পোলা লিখেছেন : বাইদানী, 'যব ফাটেগা তব শিখোগী'৷ এখনও সময় আছে ফেরার৷ নয়ত অনেক কাঁদতে হবে৷ পানি মোছাতে হাসু বা ইমরাণ কেউই যাবেনা৷
350911
২২ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৫
কুয়েত থেকে লিখেছেন : ভীষণ ভারী এ বাতাস অচিরেই হিমালয় কাঁপিয়ে দেবার মত ঝড় তুলবে। এ বাতাস অচিরেই মরু ঝড়ের চেয়েও ক্ষিপ্র, সাইক্লোনের চেয়েও তীব্র ঝড় তুলবে।তোমাদের শোক'কে পরিণত করো শক্তিতে, ক্ষোভকে সাহসে আর চিত্ত অস্থিরতাকে ধৈর্যে।
২২ নভেম্বর ২০১৫ রাত ১১:১৮
291307
অপি বাইদান লিখেছেন : হুমম!! ছিড়ে আঁটি বাঁধবে......
350912
২২ নভেম্বর ২০১৫ রাত ০৮:২১
মোঃ আবু তাহের লিখেছেন : আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
350918
২২ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হুম,, রসিক তবে বেশী রসিক
350925
২২ নভেম্বর ২০১৫ রাত ১১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পালামেন্টারিয়ান কথাটা আসলে আর কোন বাংলাদেশি সংসদ সদস্যের জন্য প্রযোজ্য নয়।
350963
২৩ নভেম্বর ২০১৫ সকাল ০৭:০২
রওশন জমির লিখেছেন :
হ্যাঁ, আদিরস বলতে যা বোঝায় আর কি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File