‘তোমার বাবা কারও কাছে মাথা নত করেনি’ মৃত্যুর আগে শেষ সাক্ষাতে সালাউদ্দিন কাদের চৌধুরী তার সন্তানদের বলেছেন ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২২ নভেম্বর, ২০১৫, ০৫:৫২:২৩ বিকাল



মৃত্যুর আগে শেষ সাক্ষাতে সালাউদ্দিন কাদের চৌধুরী তার সন্তানদের বলেছেন, ৬ ফুট ২ ইঞ্চি তোমার বাবা, কারও কাছে মাথা নত করেনি। আজ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামে রাউজানের মধ্যগহিরায় গ্রামের বাড়ি বাইতুল বিল্লালে সালাউদ্দিন কাদেরের লাশ দাফনের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী। প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে হুম্মাম কাদের বলেন, বলা হচ্ছে- বাবা প্রাণভিক্ষা চেয়েছেন। তাকে মানুষ বাংলার বাঘ হিসেবে চিনে। তিনি কখনও প্রাণভিক্ষা চাইবেন না। গতরাতে আমি যখন বাবার সঙ্গে দেখা করেছি তখন বাবা বলেছেন, ৬ ফুট ২ ইঞ্চি তোমার বাবা, কারও কাছে মাথা নত করেনি। তিনি বলেন, অবৈধ রায়ে বাবাকে ফাঁসি দেয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা তার দাফন কাজ সম্পন্ন করেছি। আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। দেশের এখন এমন পরিস্থিতি অনেক রাজনীতিবিদ খুন-গুম হচ্ছেন। অনেকে আপনজনের মরদেহ খুঁজে পাচ্ছেন না। আমরা ভাগ্যবান যে সম্মানের সঙ্গে বাবাকে দাফন করতে পেরেছি। হুম্মাম কাদের বলেন, বাবা চট্টগ্রামের সিংহপুরুষ। বিএনপির রাজনীতিতে অন্যরকম অবস্থান তৈরি করেছিলেন আমার বাবা। তাই সরকার তাকে ভয় পেত। ইংরেজিতে লিগেসি বলে যা আছে তা টিকে থাকবে। এ হত্যার বিচার একদিন না একদিন হবে। চট্টগ্রামের মানুষ এ রায় কোনদিন মেনে নেবে না। হুম্মাম কাদের বলেন, একজন বেকসুর মানুষকে হত্যা করা হয়েছে। যখন সময় আসবে তখন দেশের মানুষ অবশ্যই একদিন ন্যায়বিচারের ডাক দিবে। হুম্মাম কাদের বলেন, আমরা বাবার লাশ নিজেরা গোসল করিয়ে দাফন করতে চেয়েছিলাম। কিন্তু সরকার তা করতে দেয়নি। একজন মৃত মানুষকে নিয়েও সরকার রাজনীতি করেছে। সালাউদ্দিন কাদেরের ছোট ভাই জামালউদ্দিন কাদের চৌধুরী বলেন, প্রাণভিক্ষার বিষয়ে আমার ভাই বলেছেন- আমি যদি মার্সি (ক্ষমা) চাই, তবে মহান রাব্বুল আলামিনের কাছে চাইবো, কোন বান্দার কাছে নয়। সম্মেলনে নেজামে ইসলামী পার্টির যুগ্ম মহাসচিব আবদুর রহমান চৌধুরীসহ সালাহউদ্দিন কাদের চৌধুরীর আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন

বিষয়: বিবিধ

১৬০৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350889
২২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
কুয়েত থেকে লিখেছেন : ভীষণ ভারী এ বাতাস অচিরেই হিমালয় কাঁপিয়ে দেবার মত ঝড় তুলবে। এ বাতাস অচিরেই মরু ঝড়ের চেয়েও ক্ষিপ্র, সাইক্লোনের চেয়েও তীব্র ঝড় তুলবে।তোমাদের শোক'কে পরিণত করো শক্তিতে, ক্ষোভকে সাহসে আর চিত্ত অস্থিরতাকে ধৈর্যে।
২২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
291265
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
ধন্যবাদ
350893
২২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
ফুটন্ত গোলাপ লিখেছেন : বাঘের বাচ্চা । কখনো চাটুকারিতা করেন নি । সত্যই বলছেন যত দিন বেঁচে ছিলেন সিংহের মত মাথা উচু করেই বেঁচে ছিলেন । আর তাতেই ভয় ছিল জালিমদের ।
২২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
291269
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাই তো হাসিনার পিছে ফিরে যাওয়ার কোন রাস্তা ছিল না যেনতোন ভাবে যদি ফাসি না দেয় তবে মানহানির এক মামলা অন্যায় আটকের এক মামলা দিবে
আপনার সাথে একশত ভাগ সহমত
350907
২২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
শেখের পোলা লিখেছেন : মুসলীম জানে যে , প্রান দেবার ও ফিরিয়ে নেবাার মালিক সৃষ্টিকর্তা সৃষ্টি নয়৷ মাথা শুধু স্রষ্টার সামনেই নত হবে৷
২২ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৮
291284
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
350916
২২ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৬
অষ্টপ্রহর লিখেছেন : আল্লাহ্ই সর্বশ্রেষ্ঠ বিচারক, জীবন মৃত্যুর একমাত্র মালিক।
২২ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৮
291285
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
350920
২২ নভেম্বর ২০১৫ রাত ১০:৪৩
মাহাভূব আল হাসান লিখেছেন : আল্লাহু তাদের শান্তিতে রাখুন ।
২২ নভেম্বর ২০১৫ রাত ১০:৫৮
291306
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
351227
২৪ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০৫

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File