আসুন মসজিদের আসল চাঁদা ও সৌন্দর্য সংগ্রহ করি
লিখেছেন লিখেছেন সিকদারর ০৭ অক্টোবর, ২০১৫, ১২:১৩:২২ দুপুর
আমরা মুসলমান আমরা নামায পড়ি । মসজিদে যাই ।আমরা অনেকেই মসজিদের খেদমত করি । কেউ মসজিদের জন্য চাদা সংগ্রহ করি , কেউ কেউ মসজিদ কমিটির মাধ্যমে মসজিদের দেখশোনা করি ।কোরবানে চামড়া সংগ্রহ করি।মসজিদের উন্নয়নের জন্য ধনী লোকদের অফিসে বাসায় সকাল সন্ধ্যা ধরনা দেই । যারা একেবারেই পারিনা তারা কমছে কম হঠাত একদিন হলেও মসজিদ ঝাড়ূ দেওয়ার চেস্টা করি ।
কিন্তু আসল কাজ যা তা কয়জনে করি ?
মসজিদের আসল সৌন্দর্যের আমল কয়জনে করি ? কিসে মসজিদের সব চেয়ে বেশি কল্যাণ হবে ? কি করলে আমার আমল নামায় অনেক বেশি সওয়াব লেখা হবে তার ফিকির কয়জনে করি ?
আমরা কি জানি সেই আমল কি ?
সেই আমল ও মসজিদের আসল চাদা ও সৌন্দর্যে হল মুস্ললি সংগ্রহ করা । মুসল্লিবিহীন বা কম মুসল্লিঅলা মসজিদে যতই টাইলস এসি আর দামি ইন্টরিয়র ডেকরেশন করিনা কেন এতে মসজিদের কোন সৌন্দর্য বাড়ে না মসজিদের সৌন্দর্য বাড়ে মুসল্লির আধিক্যে ।
আসুন আজ থেকে আমরা সবাই মসজিদের আসল সৌন্দর্যে মুসল্লি সংগ্রহ করি ।সব মুসলমান পুরুষদের মসজিদে এসে জামাতের সহিত নামায পড়ার সুন্নতের উপর আমল করার জন্য উদ্বুধ করি ।
বিষয়: বিবিধ
১৯৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর ও দারুন একটা কথা বলেছেন, আপনাকে এই সুন্দর পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ
মসজিদ নিয়ে বেশ কিছুদিন আগে আমিও একটি পোস্ট দিয়েছিলাম। সময় ও সুযোগ থাকলে ভিজিটের আমন্ত্রণ রইল। ।
শিশুরা একটু ভুল বা দুষ্টামি করলেই বের করে দেওয়া বা বকাবকি করা। কিশোর বয়সিদের উৎসাহ না দেওয়া আর সামান্য ভুল বা মাজহাব এর বিপরিত আমল দেখলেই মারতে উঠা এ্ইসব মানুষের জন্য মুসুল্লি কমছে দিনদিন।
মন্তব্য করতে লগইন করুন