পরিণতি...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৭ অক্টোবর, ২০১৫, ১২:৫১:৪৯ দুপুর
স্বপ্নের প্রাসাদ ভাঙ্গল,
যেখানে ভালবাসার-
চাষ আবাদ করতাম,
এলে কাল বৈশাখি হয়ে-
আগুনের ঝড় নিয়ে,
তান্ডব চালালে-
ভস্মিভূত হলাম,
চলে গেলে পরে রইলাম-
আমারই ধ্বংসস্তুপে,
ফিরে দেখলে না-
শুধু দেখলাম,
তোমার চলে যাওয়া!
দেখলাম-স্বপ্নের নির্মম পরিণতি।
বিষয়: সাহিত্য
১১৮০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"শুধু দেখলাম,
তোমার চলে যাওয়া!
দেখলাম-স্বপ্নের নির্মম পরিণতি।".... ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন