ক্ষমতার মহারাজ...

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৮ মে, ২০১৭, ০৩:২৯:০৭ রাত

নঁম নঁম হে দাদা-জয়তু মহারাজ

শত প্রনাম তব চরন তলে,

কৃতজ্ঞতার জল নামিছে গলে

আদেশ কর হে-দাদা দেবতা,

হে আমার নব জন্মদাতা-

আদেশ কর মোরে,

তব মন তুষ্টির বন্ধনায়-অবিরত আমি

অদেশ কর হে করুনাময়

আমি ইসলামীত্ব বিসর্জন দিয়েছি

বাঙ্গালী ধর্মের লাগী-হে নঁম নঁম

মুসলমানের মনে মহাতংক আমি

জিহাদের মর্ম বাণীকে-করিয়াছি জঙ্গীবাদ

আমি জিন্দাবাদ তোমারই ক্ষমতায়-হে প্রভু,

আমি বিকৃতির মহা প্রলয়

ইসলামী কিতাব করেছি নিষিদ্ধ-

কোরআনকে করেছি কোনঠাসা,

মুসলিমে দিয়েছি মুশরিকি লেবাস

তব মন তুষ্টির লাগি হে প্রভু,

তুমি দানিয়াছ মোরে-ক্ষমতার সিংহাসন

তোমারই তরে করি তাই জয় বন্ধনা-হে অন্ন দাতা

লুটিয়া পুটিয়া খাই-খাওয়াই তোমারে হে দাতা

রক্তের বন্ধন ভুলিব কেমন করে

যেথা রহিয়াছে-বস্ম পিতামহের,

তব তুষ্টির তরে করিতেছি বঁলি

দিবালোকে-রাজপথে-বীরদর্পে-হে মহারাজ

তুমি দানীয়াছ মোরে ক্ষমতার মানচিত্র

তাই ছিরে ছিরে খাই-তোমাতেই করি বিলিন

তব মনতুষ্টির গান গাই দিবালোকে

জাতে বিজাতে খাওয়াই-এক ঘাটে পানি

মান অপমান যতায় তথায় দানী,

পাপিরে করি মহামহিয়ান-

নেকিরে করি অপমানের মাল্য দান,

ফন্দি ফিকির সব তোমারই দান-হে প্রভু

আরো কিছুকাল কর কৃপা মোরে-

মহাকালে করিব বিলিন-এই মানচিত্রটারে,

সর্বনাশিয়া আসিবো ফিরিয়া-তব চরন তলে

হে প্রভু-ক্ষমতার মহারাজ।

বিষয়: বিবিধ

১৩০০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383017
১৮ মে ২০১৭ দুপুর ০১:৪২
আবু জারীর লিখেছেন : এটাই হয়ত তাদের মনের কথা কিন্তু তারা মুখ খুলে বলেনা।
সুন্দর হয়েছে। ধন্যবাদ।
১৮ মে ২০১৭ বিকাল ০৫:১৪
316378
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ধন্য়বাদ গুনিজনের মন্তব্য়ে আমি ধন্য় Love Struck
383029
১৮ মে ২০১৭ রাত ০৮:১৩
আরিফা জাহান লিখেছেন : অন্যরকম । চমৎকার !
পড়ার সময় মনে হচ্ছিল পুঁতি পাঠের মত সুর করে পড়লে একদম পারফেক্ট হবে !
১৯ মে ২০১৭ রাত ০৪:১৩
316386
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : Rolling on the Floor হা হা হা আমি পুতি লিখছি কি মজা Rolling on the Floor আপনাকে স্বাগতম মহামান্য় আমাল প্রিয় লেখিকা আরিফাপু।
383037
১৯ মে ২০১৭ রাত ০২:০১
সন্ধাতারা লিখেছেন : সালাম।

দারুণ লিখেছেন মাশাল্লাহ।
১৯ মে ২০১৭ রাত ০৪:১৪
316387
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ওয়ালাইকুম সালাম কেমন আছো আপুনি ?Love Struck <:-P
383165
২৮ মে ২০১৭ সকাল ০৫:৩৮
প্রবাসী মজুমদার লিখেছেন : কি বলব হে কবি
তোমার কবিতায় একেছ যে ছবি,
শাণিত শব্দে তীর মার বলেই
তুমি পারবে হতে যুগের রবি।
৩০ মে ২০১৭ সকাল ০৭:৪০
316455
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ওস্তাদের চরন ধূলি পরেছে আমার ঘরে
শতকুটি বিপ্লবি সালাম গুরু তব তরে,
মন্তব্য়ে তব জাগে ঘুমন্ত নব উদ্য়েমে
অথর্ব্য়কেও লাগাও তুমি নব সৃষ্টির কামে।
কি জবাব দেবো ভাই খুব আনন্দিত হলামLove Struck
৩০ মে ২০১৭ সকাল ০৭:৪২
316456
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ওস্তাদের চরন ধূলি পরেছে আমার ঘরে
শতকুটি বিপ্লবি সালাম গুরু তব তরে,
মন্তব্য়ে তব জাগে ঘুমন্ত নব উদ্য়েমে
অথর্ব্য়কেও লাগাও তুমি নব সৃষ্টির কামে।
কি জবাব দেবো ভাই খুব আনন্দিত হলামLove Struck
383755
১০ আগস্ট ২০১৭ সন্ধ্যা ০৬:০৯
প্রবাসী মজুমদার লিখেছেন : অনেকদিন হল ব্লগে আসা হয়না। কবি মুন্সীর নিরবচ্ছিন্ন লিখা কবিতা সত্যেই চমকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File