***মহা-রাণী***
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১২ জুলাই, ২০১৭, ০৭:৫৯:১১ সন্ধ্যা
এক যে ছিলো মহারাণী-মিথ্য়াচারের নানী
কথায় কাজে মিল ছিলোনা মুখে মধু চিনি ,
গালমন্দ নিত্য়ানন্দ-মানীর মানহানী
ভর-সভাতে আপন হাতে খেতো রঙ্গীন পানি,,
বুকভরা তার ঘৃণা ছিলো-প্রতিশোধের নেশা
দমন পিরন খুন খারাবি ছিলো তাহার পেশা ,
ধর্ম ছিলো গায়ের লেবাস-অন্তর মোনাফেকি
দেশদ্রোহী দিবানিশি-দেশপ্রেম ছিলো মেকি ,,
সোনার দেশের সরল মানুষ বুঝতোনা তার কিছু
ডাক দিলে সে ভাবনা বিহিন ছুটতো তাহার পিছু ,
সুযোগটা সে নিতো বুঝে-আম জনতার মাঝে
অবোধ গুলো আসতো তাহার নিঃস্বংসতার কাজে ,
দেশপ্রেমিরা জীবন দিতো-শাহাদাতের আশে
অল্পকিছু বীর জনতা-থাকতো তাদের পাশে,
জুলুম তাহার বেড়েই গেলো-সোনার বাংলাদেশে
ষোলকুটি চুপ থাকিলো-ভয়ংকর এই ত্রাঁসে।
১০/৭/১৭ইং রিয়াদ।
বিষয়: সাহিত্য
৯৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভেঙ্গে চুড়ে গুড়ো করবে সবার হাড্ডিগুড্ডি
মন্তব্য করতে লগইন করুন