বিচার
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৯ মে, ২০১৭, ০৫:৩৯:৩৫ সকাল
অবিচারের হাতিয়ার হাতে বিচারক
দিন দুপুরে বিচার বিচার খেলা
কুলুপ আটা মানুষ গুলো ঢুকরে কাঁদে
চোখ ভেয়ে নামে ধাঁরা
সব অধরা নির্জন চরাচরে
অন্তরিনের আলোর রেশ এখনো বাহিরে
অযুত অন্তরে আলো ছড়ায়
মশাল জ্বেলে আলোর মিছিল ছুটে
রাজপথের পিচঢালা পথ ধরে
ভেঙ্গেচুরে ঢেলে সাজাবার তরে
বিদ্রোহ আজ ঘরে ঘরে
স্বরযন্ত্রের সৈরতন্ত্র ধূলায় মিশে যাবে
সময় ঘন্টা আর নেই বেশি দূরে
বিচারের সময় বুঝি এলো অবিচারের...
বিষয়: বিবিধ
১৫২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর লেখা, চালিয়ে যান
মন্তব্য করতে লগইন করুন