আমি ধর্ষিতা

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৯ মে, ২০১৭, ১২:৫২:০৬ রাত

আমি এক অসহায় মেয়ে আমি ধর্ষিতা,

অত্যাচারিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি আমার মাতাপিতা ।

নিরীহ আমাকে একা পেয়ে ধর্ষন করেছে ঐ বখাটের দল,

আমার ছিলনা কোনো শক্তি,ছিলনা কোনো বল ।

আমার চিৎকারে আকাশ বাতাশ হয়েছে কম্পিত,

তবুও ঐ পাষানের দল হয়নি লুন্ঠিত ।

আমার ধর্ষন নিরবে সবাই করেছে দর্শন ।

প্রতিবাদ করেনি কেউ,গলেনি আমার প্রতি কারো মন ।।

সমাজে আমি এখন কলঙ্কিত,

তবুও যে আমি এখনও জীবিত ।

একাত্তরে যারা ধর্ষিতা হয়েছেন তারা উপাধি পেয়েছে বীরাঙ্গনা,

কিন্তু আমায় যে কলঙ্ক দেওয়া ছাড়া কোনো উপাধি দেওয়া মানা ।

ধর্ষকদের সাথে আমি দর্শকদের ও শাষ্তি চাই,

ওদের শাষ্তি ছাড়া যে আমার কোনো উপায় নাই ।

আইনের দ্বারে ঘুরেছি আমি বারেবারে,

কিন্তু কেউই আমায় সাহায্য করেনি,হায়রে ।

উপরের আদেশে কলঙ্কিত করে আমায় দিয়েছে ফেঁসে ।

বলুন নায্য আইন আমি পাবো কোন দেশে?

সবাই আমায় নষ্টা বলে,করে অপমান ।

সম্ভ্রম কেড়েছে ওরা আর আমি সম্ভ্রম দিয়ে পাই অপমান ।।

ধর্ষিতা হলেও আমার আছে একটা পবিত্র সত্তা,

এই কলঙ্ক নিয়ে আমি আর বাঁচতে চাইনা,করতে চাই আমি আত্মহত্যা ।

অত্যাচারিদের যদি হইতো বিচার,যদি থাকতো ওরা কারাগারে,

তাহলে আমি আমার আত্মহত্যার সিদ্ধান্ত থেকে হয়তো আসতাম ফিরে ।

ধিক শত ধিক এইসব অন্যায়কে,

আর মেনে নিতে পারলামনা আমি আমার পরাজয়কে ।

লেখেছেন ( মেয়ে ) - আমি বাঁচতে চাইনা

বিষয়: বিবিধ

৯৮৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383061
২০ মে ২০১৭ সকাল ১০:৫০
হতভাগা লিখেছেন : বাংলাদেশের এফ্লুয়েন্ট সোসাইটির লোকেরা বিশেষ করে মেয়েরা ফলো করে পশ্চিমা কালচার । সেখানকার উদ্যাম চলাফেরা তাদেরকে খুব আকৃষ্ট করে এবং তারা সেভাবেই লাইফ লিড করে।

কিন্তু কোন বেগড়বাই দেখলে দেশীয় কালচার ও ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File