গণতন্ত্রের সংলাপ:হেফাজতের দাবি,থেমিস দেবীর মূর্তি এবং ইত্যাদি

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৯ মে, ২০১৭, ০৭:৫৮:৩৩ সকাল

কাঙ্খিতা: থেমিস দেবীর মূর্তি নিয়ে হচ্ছে কিসব আবার?

স্বপ্নিল: একবার এ'দিক আবার সেদিক করছে সরকার |

একবার বলছে দেবী ঘোমটা পড়বে,

পরেই বলছে দেবী চির বিদায় নেবে |



কাঙ্খিতা: বিচার বিভাগের কোর্টে ঠেলে দিয়ে থেমিস দেবীর বল,

সরকার চায় খুশি করতে হেফাজত-প্রগতিশীল দুই দল |

স্বপ্নিল: নিরপেক্ষ বিচার ব্যবস্থা গণতন্ত্রের জরুরি বিষয়,

দেশের পুতুল বিচার বিভাগ নিয়ে মানুষ কত কথা কয়!



কাঙ্খিতা: তাই থেমিস দেবী মূর্তি বসেছে, এবার সুবিচার হবে,

স্বপ্নিল: মূর্তি বসিয়েই সুবিচার হলে সিনহা বাবুদের কেন লাগবে?



কাঙ্খিতা: গোল্ডেন জিপিএ-র অত্যাচারে,

দেশের সুশিক্ষা গেছে পরপারে |

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত আমাদের ঢাবি,

সাথে রাবি, চবি মান হারিয়ে খাচ্ছে খাবি |

ঢাবিতে বসিয়ে মূর্তি জ্ঞানের গ্রিক দেবী এথিনার,

শিক্ষা উন্নয়নের কথা এবার ভাববে কি সরকার?



স্বপ্নিল: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট হাজার কোটি টাকার,

দরবেশ বাবার হানায় শেয়ার মার্কেট পুড়ে ছারখার |

বারোটা বেজে ধুঁকছে এখন দেশের পঙ্গু অর্থনীতি,

লাগবে নাকি বসাতে শাপলা চত্বরে গ্রীক দেবী হেরার মূর্তি?

ভাবতে পারে সরকার সম্পদের দেবী হেরার আশীর্বাদে,

আবুল মালের পঙ্গু অর্থনীতি যদি আসে সুপথে!



কাঙ্খিতা: মূর্তি বসিয়ে সুষ্ঠু বিচার লাগবে কেন করতে?

স্বৈরাচারের বিরুদ্ধে বিচার বিভাগ চুপ কেন লড়তে?

স্বপ্নিল: সুষ্ঠু বিচারে থেমিস দেবীর মূর্তির নেই কোনোই দরকার,

সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় লাগে গণতান্ত্রিক সরকার |

বিষয়: বিবিধ

১০৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383041
১৯ মে ২০১৭ সন্ধ্যা ০৬:০৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ব্লগতো নয় যেনো সুনসান বিরান ভূমি ! ভালো লাগলো অনেক ধন্যবাদ।
২১ মে ২০১৭ রাত ০৮:৩৬
316406
কাব্যগাথা লিখেছেন : কবিতা পড়েনা ব্লগারগণ,
কবি পায় না মন !
আপনি কবিতা পড়লেন,
তবুও মন্তব্য লিখলেন !
তাতেই মনে খুশির মেলা,
উড়ুক যতই আকাশে ঝড়ের মেঘমালা |

অনেক ধন্যবাদ |
383051
২০ মে ২০১৭ রাত ০১:০৪
সন্ধাতারা লিখেছেন : সালাম। ওনেক ভাল লাগলো।
২১ মে ২০১৭ রাত ০৮:৩৯
316407
কাব্যগাথা লিখেছেন : সন্ধ্যাতারার মন্তব্যের আলো,
পেয়ে মন বুঝি হয়েছে ভালো!

অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File