দেয়াল

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২১ মার্চ, ২০১৮, ১০:২৪:২৬ রাত

আব্দুল মান্নান মুন্সী

_________________

সময়ের শেকলে বাঁধা

স্বপ্নের আত্মাহুতি দিচ্ছি

শুধুই আমি।

বুকের ভেতরটায় শুধু

শূণ্যতার হাহাকার

অদৃশ্য সম্পর্কের দেয়াল

টপকানো হলোনা।

ঝলসানো বসন্তের মোহ মায়ায়

অপারগতার মিনতি

নীরব অভিমানের মৌন সম্মতি

বিদায়ী স্বপ্নের ফিরে দেখা।

আমি সময়ের হাতধরে পরে থাকি

জীবনের বাঁকা পথে,

আমার জেগে ওঠা স্বপ্নের নীরব অবসান

আজ দৃষ্টির সীমায়।

পরে থাকি নিথর দেহাবশেষ নিয়ে

অজ্ঞাত ঠিকানায়,

তুমি বসন্ত সোহাগ গায়ে মাখো

পাঁজড় ভাঙ্গার শব্দে।

১৮/৩/২০১৮ইং

রিয়াদ।

বিষয়: সাহিত্য

৮৯১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384966
২৩ মার্চ ২০১৮ রাত ১২:১০
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আমি বরাবরই কবিতার মুগ্ধ পাঠক। তাই বলবো ভালো লেগেছে বেশ। তবে যদি কিছু মনে না করেন 'পরে থাকি' না হয়ে কি শব্দটি 'পড়ে থাকি' হলে বোধহয় আর একটু ভাল হত। অনেক শুভ কামনা রইলো।
384968
২৩ মার্চ ২০১৮ সকাল ০৬:০৫
শেখের পোলা লিখেছেন : দেয়ালের আড়ালে মুন্সী ভাইকে দেখে ভাল লাগল। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File