নাছিমার লজ্জা.....! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৭ অক্টোবর, ২০১৫, ১২:৫৭:১৪ দুপুর
নাছিমার মামা বিদেশ থাকে, অনেক দিন পর বিদেশে থেকে এসেছে....
বিদেশ থেকে এসে কয়েকদিন পরে নাছিমাদের বাড়িতে আসে... এসেই ঘরের বাইরে থেকে শুনে নাছিমা বাংলা রেঢিং পড়তেছে! পড়া খুবই আওয়াজ দিয়ে পড়তেছে.....
------থাকবো নাকো বদ্ধ ঘরে
দেখবো এবার জগৎটাকে,
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘুর্ণিপাকে!.......
শুনতে শুনতেই নাছিমার মামার অতীতের স্মৃতি মনে পড়ে গেলো, কেমন বাস্তববাদী লেখা কবি কাজী নজরুল ইসলামের!!! বিদেশ থেকে ঘুরে যাওয়াতে...... নাছিমার মামা নিজেকে জগৎ ঘুরে যাবার সুখে সুখী ভাবতে থাকলো কিছুক্ষণ।
ঘরে প্রবেশ করেই......নাছিমা.... নাছিমা...?? জি....
মামা এসেছেন.. কেমন আছেন? হ্যাঁ ভালো আছি.... তুই কেমন আসিস? ভালো আছি মামা... তোর মা কই...? মা পাশের বাড়িতে নুন ধার আনতে গেছে.....!!
আচ্ছা ঠিক আছে, তুই কি করসিস? মামা আমি পড়তেছিলাম..... কি পড়তেসিস? এই যে কবি নজরুলের কবিতা....ও আচ্ছা, ভালোই....।
স্কুলে পড়িস নাকি মাদ্রাসায়? মামা স্কুলে পড়ি.... কোন ক্লাসে পড়িস? ক্লাস ফাইভে... আচ্ছা ভালোই.....
নামতা জানিস? হ্যাঁ জানি....
দেখি বলতো ৯ এর নামতা...
৯×১= ৯,
৯ ×২ = ১৮,
৯×৩= ২৭ ,
৯×৪= ৩৬,
৯×৫=৪৫,
৯×৬=৫৬
৯×৭=৬৭..... থাম থাম... ভুল হয়েছে...!! ৯×৬=৫৪, ৯×৭=৬৩ হবে....!! নাছিমা লজ্জায় লাল হয়ে গেছে... মামার সামনে!
নাছিমার মামা বলল আচ্ছা ঠিক বাকিটুকু পরে বলিস, যা আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়...। নাছিমা পানি নিয়ে আসে। নাছিমা...... ক্লাস ফাইভে তোর রুল নাম্বার কত? নাছিমা বলে.. রুল নাম্বার ৩....!!
কি বলিস ক্লাস ফাইভে তোর রুল ৩? হ্যাঁ মামা....!!
নাছিমার মামা গভীর চিন্তায় পড়ে যায়... ক্লাস ফাইভে রুল ৩ এর ছাত্রী ৯ এর নামতা বলতে পারেনা....!!! অথচ রুল ৩!!!! পরীক্ষায় কি তা হলে নকল করেছে নাছিমা? জিজ্ঞেস করার ইচ্ছে সৃষ্টি হলেও জিজ্ঞেসা করেনা, নাছিমা লজ্জা পাবে ভেবে!
নাছিমার মা নুন নিয়ে এসেই ভাইকে দেখে আনন্দে উৎফুল্ল...! ভাইকে জড়িয়ে ধরে আনন্দের অশ্রু ঝারালো... কতদিন দেখিনি আমার ভাইকে এভাবে বলতে বলতে মুরগ ও মুরগি রাখার ঘর থেকে বড় মোরগটি ধরে জবেহ করার জন্য! নাছিমার বাবা মরগটি জবেহ করে আল্লাহুআকবর বলে....।
রান্না শেষ হতে হতে রাত সাড়ে আটটা.... খাওয়া শেষ করেই বাড়ি ফিরবে নাছিমার মামা...।
খাবার তৈরী টেবিলে সবাই মিলে খাবে, নাছিমার মামা মোরগের রানের মাংশ বেশি পছন্দ করে....! নাছিমার মা ২টি রানেই তুলে দিয়েছে.... নাছিমার মামার প্লেটে...! খাবার শেষ করে পান খাওয়ার ব্যবস্থা....। পান খেতে খেতে নাছিমার মামা ভাবলো রুল ৩ এর রহস্য জানতে হবে....।
নাছিমা..... নাছিমা.... এই দিকে আয়....! তুই যে স্কুলে পড়িস সেই স্কুলে কয়টি শ্রেণী? মামা ওয়ান থেকে ফাইভ....! শিক্ষক কয়েকজন আছে?? ৩ জন!! স্কুলে মোট ছাত্রছাত্রী কতজন হবে? ১২০ জনের মত হবে।
ক্লাস ফাইভে কত জন আছে? ক্লাস ফাইভে ৯ জন....! আচ্ছা ঠিক আছে.....!!!
নাছিমার মামার বুঝতে বাকি রইলোনা রুল ৩ এর ছাত্রী ৯ নামতা বলতে না পারার কারন!!! তাই বলতেই হচ্ছে প্রতিযোগিতাহীন রুল নাম্বার ৩ এর কোন মূল্য নেই..। ক্লাস ফাইভে পড়া নাছিমার রুল নাম্বার যদি ১০ হতো ১০০ ছাত্রছাত্রীর মধ্যে তাহলে ৯ এর নামতা বলতে নাছিমাকে সমস্যার মুখোমুখী হতে হতোনা।
প্রতিযোগিতাময় ব্লগিং হোক, প্রতিযোগিতাময় পড়াশুনা হোক, প্রতিযোগিতাময় রাজনীতি হোক, প্রতিযোগিতাময় হোক সব ভালো কাজের উদ্যোগ। এবং ভালো কাজ।
ধন্যবাদ
বিষয়: বিবিধ
১৬৪৬ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্কৃনসর্ট দেখুন! এবং আরো জানতে লিংকে ক্লিক করুন।http://www.bd-monitor.net/blog/blogdetail/detail/9615/nor15/50523http://www.bd-monitor.net/blog/blogdetail/detail/9615/nor15/50523
স্কৃনসর্ট দেখুন! এবং আরো জানতে লিংকে ক্লিক করুন।http://www.bd-monitor.net/blog/blogdetail/detail/9615/nor15/50523 http://www.bd-monitor.net/blog/blogdetail/detail/9615/nor15/50523
০ এখানে থাকবো নাকো হবে
০ এখানে দারের জায়গায় ধার হবার কথা ।
মানুষ মাত্রেই ভুল হয়
স্কুলে ভুল শেখানো হয়েছে এটা বলা যাবেনা, স্কুলে ঠিক শিখিয়েছে কিন্তু প্রতিযোগিতা মুলক পড়াশোনা না হওয়ায় যা শিখেছে তাও ঠিক ভাবে শিখেনি....! হয়তো রুল ৩ এর গর্বিময় পড়াশুনায় অবহেলা করিয়েছে নাছিমাকে....!
থাকবোনাক সংশোধন করে থাকবো নাকো করে দিয়েছি..... দার সংশোধন করে ধার করে দিয়েছি।
ধন্যবাদ ভুল সংশোধন করে মন্তব্যটি করার জন্য, নাছিমার পাশাপাশি আমিও আপনার কাছে শিখে নিতে পারলাম।
আসলেই মানুষ মাত্রই ভুল।
এক ধরনের আর নাছিমার নামতা দিয়ে শেষ করলেন একেবারে ভিন্ন স্টাইলে! এটাকেই লিখকের সৃজনশীলতা বলে। অনেক ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।
প্রথম হতে না পারলেও প্রতিযোগিতাময় হোক এটাই প্রত্যাশা।
এই লেখাটিতে আপনার অবদান আছে....!
এই পোস্টটির জন্য আপনি আর রিদওয়ান কবির সবুজ...... ধন্যবাদ পাবার যোগ্য।
===================
মন্তব্য করতে লগইন করুন