তারারা কেন আজ
লিখেছেন লিখেছেন মহসিন শ্রীধরী ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪০:২৯ রাত
তারারা কেন আজ জেগে উঠো না
আলোয় ধরা কেন ভরে দাও না।
রাগ করেছো কি প্রভাতের তরে
না কি করেছো রাগ সূর্যের উপরে
তুমি কি জানোনা তোমায় বিনে রাত
কখনো কল্পনা করা যায়না।
মানুষের অধঃপতনে তুমি কি হতাশ
না কি সাগর পাড়ে খাচ্ছ বাতাস
তুমি কি বুঝনা আকাশে তুমি ছাড়া
আর কেউ এমন করে জাগবে না।
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন