রক্তের বন্যায়
লিখেছেন লিখেছেন মহসিন শ্রীধরী ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:১১:৪৮ রাত
রক্তের বন্যায় ভরে গেছে
সবুজ এ বাংলা
জাগো জাগো আবার জাগো
হে মুক্তি সেনা।
হাতে হাত রেখে ভেদাভেদ ভুলে
গর্জে উঠো আবার
অস্ত্র ধর যুগ্ধ কর
স্বাধীন কর বাংলা
তোমার বিজয় হবে নিশ্চয়
ঘরে বসে আর থেকোনা।
লাশের পর লাশ পড়ে আছে
বাংলার প্রতি প্রান্তরে
অশ্রু মুছো জাপিয়ে পড়
পরাজিত কর হায়েনা
তোমার তরে আছে দোয়া
ঘুমিয়ে তুমি আর থেকোনা ।
বিষয়: সাহিত্য
১২২৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Now it's payback time
মন্তব্য করতে লগইন করুন