কালো অমানিশা
লিখেছেন লিখেছেন মহসিন শ্রীধরী ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২২:৪৩ রাত
কালো অমানিশা ভেদ করে
জ্বালালে আলো পৃথিবী জুরে
ওগো প্রিয় হযরত
তুমি যে আমার প্রিয়তম।
তোমার ডাকে সাড়া দিয়েছিল যারা
অনুপম অনন্য আজও তারা
তোমার দেখানো পথে চলতে চলতে
কত প্রান অকাতরে দিয়েছে হেসে।
তোমাকে যত বেশী জানতে চেয়েছি
তত বেশী তোমাকে ভালোবেসেছি
জীবনের সবচেয়ে তুমি মর প্রিয় যে
অন্তর জুড়ে আছ ওগো প্রিয়তম।
বিষয়: সাহিত্য
১২২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন