তোমার মা
লিখেছেন লিখেছেন মহসিন শ্রীধরী ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১০:২৪ দুপুর
বিপদে আপদে যে থাকে পাশে
সে হলো তোমার মা
তাকে তুমি দিওনা কখনো কষ্ট
করো না অবহেলা।
ছোট্র বেলায় তুমি ছিলে যখন
দুর্বল অসহায়
আদর করে মা কুলে নিতেন
পরম মমতায়
তার ঋন শোধ হবেনা কখনো
বলেছেন রাসূলআল্লাহ ।
দু:খ ব্যাথা যদি পাও তুমি কখনো
মা হোন চিন্তিত
তোমার সুখের তরে দেন অকাতরে
সব বিলিয়ে অবিরত
তার পায়ের নিচে তোমার জান্নাত
বলেছেন রাসূলআল্লাহ।
বিষয়: সাহিত্য
১৩৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন