বিএনপি এখন কি করবে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫৭:০৭ দুপুর
চুটকি দিয়ে শুরু করি। একটা ইয়াং ছেলে ওর বডি-বিল্ডার বন্ধুকে মশকরা করে জিজ্ঞেস করছে, 'আচ্ছা, তুই যদি একদিন ঘটনাক্রমে চিড়িয়াখানা থেকে পালানো ক্ষিপ্ত ও ক্ষুধার্ত বাঘের সামনে পড়ে যাস, তাহলে কি করবি? বন্ধুটি দীর্ঘ-নিঃশ্বাস টেনে বলল, তখন আমার আর কিছু করতে হবে না- বাঘসাহেবই যা করার করবে'।
বিএনপি এখন কি করবে? এ প্রশ্ন নিয়ে যারা চিন্তিত, তারা হয়তো এই চুটকিটি পড়ে হতাশা বোধ করছেন। কিন্তু একটু খেয়াল করুন দয়া করে, এখানে একটা রূপক ব্যবহৃত হয়েছে। পশু এবং মানুষের রূপক! বুনো-বর্বর বরাহকুলের সাথে সংগ্রাম করতে করতেই ভব্য-সুশীল-সৃজনশীল মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠা পেয়েছে। বাংলাদেশের বেলায়ও তাই হবে! যারা বিএনপির সমর্থন করেন, তাদেরকে বলি বিএনপির শক্তির জায়গাটাকে চিনতে হবে। গত শতকের আশির দশকে লক্ষ লক্ষ মানুষ কেন মত পাল্টে এই দলে নাম লেখাল? এ প্রশ্নের অনেক উত্তর অনেকভাবে দেয়া যায় এবং অবশ্যই জিয়াউর রহমানের কারিশমার কথা অকপটে বলা যায়। কিন্তু আমার কাছে মনে হয়, পাশবিক আচরণে পিষ্ট-মানুষ মুক্তির পথ খুঁজেছিল এবং তারা এই দলটির আশ্রয়ে সেটা পেয়েছিল। জিয়াউর রহমানের কারিশমার কথা যেহেতু উঠলো- একটু বলার লোভ হচ্ছে- এমন লোক লাখে একটা মেলে! নিজের যোগ্যতায়ই কেতাদুরস্ত জেনারেল পদ হতে তিনি নেমে এসেছিলেন ডার্টি-সিভিলিয়ানের কাতারে এবং সবার মন জয় করেছিলেন স্বল্প-সময়ে। মানুষের পালস বুঝে মানবিক হওয়ার এই সূত্রটি বেগম খালেদা জিয়াও প্রয়োগ করেছেন এবং সুফল পেয়েছেন। তারেক জিয়া একই সিলসিলায় হাঁটছিলেন, কিন্তু এক পর্যায়ে তিনি সটকে পড়েন বা সরে যেতে বাধ্য হন। এবং এসব নিয়ে অনেক তর্ক-বিতর্ক করা যেতে পারে। সাতান্ন বছরের গরিমা করা অন্য দলটির মত বিএনপিও তৃনমূল পর্যায়ে সংগঠিত; ছাপ্পান্ন হাজার বর্গমাইলের স্থল-জল-জঙ্গল চিনেই উনিশ-দফা প্রণয়ন করা হয়েছিল। মানবিকতাই বিএনপির মূলনীতি!
যাহোক, যে কথাটি আমি বলতে চাচ্ছি পশুত্বকে চ্যালেঞ্জ করে বিএনপি যতবার মানুষের কাছাকাছি থাকতে পেরেছে, ততবার বাংলাদেশীরা এই দলটিকে পরম মমতায় ক্ষমতায় বসিয়েছে। খন্ডিত জাপা, জামাতে ইসলাম তো না-ই! হেফাজতে ইসলামও বিএনপিকে হেফাজত করতে পারবে না! নিজের শক্তির জায়গাটিতে বিএনপি ফিরুক ক্ষিপ্ত ও ক্ষুধার্ত বাঘটাকে সে আবার চিড়িয়াখানায় পাঠাতে পারবে। বাংলাদেশ জিন্দাবাদ!
বিষয়: রাজনীতি
১৩৭৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষেরা বোকা হয় না বারবার!
আপনি তো এখনও ফেরাউনদের মত প্রভাবশালী নন
আপনার নমস্য নমরুদের মতও শক্তিশালী নন
দাজ্জাল হবার অক্ষমতাও আপনাকে ভোগায়
আপনার ছোঁড়া বুলেট লাগবে আপনারই গায়
মন্তব্য করতে লগইন করুন