সবচেয়ে বুদ্ধিমান ও সর্বাধিক সম্মানিত ব্যক্তির পরিচয় কী?

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৫৯:৩৩ দুপুর



আবদুল্লাহ ইবনে ওমর রা. বলেন, একজন আনসারী ব্যক্তি (সাহাবী) আরজ করলেন, আল্লাহর রাসূল! সবচেয়ে বুদ্ধিমান ও সর্বাধিক সম্মানিত ব্যক্তির পরিচয় কী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য সবচেয়ে বেশি প্রস্ত্ততি গ্রহণ করে। তাঁরাই তো দূরদর্শী। দুনিয়ার সম্মান ও আখিরাতের মর্যাদা তো তারাই নিয়ে গেল।

[সুনানে ইবনে মাজাহ]

কবরস্তানের অধিবাসীদের কথা স্মরণ করুন। একসময় তারাও তো এই পৃথিবীতে ছিল। তাদেরও ছিল সুঠাম দেহ, অগাধ সম্পদ ও বিপুল ক্ষমতা। কিন্তু আজ তারা কবরের বাসিন্দা। মাটির পোকা তাদের দেহকে খেয়ে ফেলেছে, তাদের হাড্ডিকে চূর্ণ করে দিয়েছে। এই পরিণতি কি সকলেরই জন্য অপেক্ষা করছে না? তাহলে কেন আমরা প্রস্ত্তত হচ্ছি না? আখিরাতের পুঁজি কেন সংগ্রহ করছি না? নেক আমলই হচ্ছে আখিরাতের পুঁজি, আখিরাতের একমাত্র মুদ্রা।

হে আল্লাহ্‌ আপনি আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন এবং প্রকৃত মুসলমান হিসেবে কবুল করুন। আমীন

বিষয়: বিবিধ

১১৫৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172407
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৮
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File