হুমায়ুনের ইচ্ছা পূরণ!সর্বত্র যৌন শিক্ষার ছড়াছড়ি।
লিখেছেন লিখেছেন নোমান২৯ ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৩৯:৫৪ দুপুর
হুমায়ুনের ইচ্ছা পূরণ!সর্বত্র যৌন শিক্ষার ছড়াছড়ি।
হুমায়ুন আহমেদ।বাংলা সাহিত্যের অন্যতম লেখকদের একজন।তিনি একাধারে লেখক,চলচ্চিত্রকার ও গুণী নাট্যনির্মাতা।আমি একজন ক্ষুদ্র মানুষ।উনার সমালোচনা করার যোগ্যতা আমার নেই।তাই লিখাটা সমালোচনা হিসেবে না নেওয়ার অনুরোধ রইলো।তিনি তার এক গল্পে লিখেছেন,যৌনতা একটা গুরুত্বপূর্ণ বিষয়।কিন্তু বাংলাদেশে এটাকে ট্যাবু হিসেবেই ধরা হয়।তিনি তার চলচ্চিত্রে বিষয়টের প্রসার করতে চেয়েছেন।বিচিত্র মানুষ,বিচিত্র মন।বিচিত্র অভিপ্রায়।আমার মতে উনার ইচ্ছা পূরণ হতে চলেছে।আমি নিশ্চিত উনি বেঁচে থাকলে খুশি হতেন।বেসম্ভব খুশি।কেননা এখন সর্বত্র যৌন শিক্ষার ছড়াছড়ি।বাংলাদেশে বিষয়টি এখন আর ট্যাবু নয়।বিভিন্ন মাধ্যম এই শিক্ষার প্রসারে ব্যাপক উদ্যোগ হাতে নিয়েছে।যেমনঃরেডিও স্টেশন ও টিভি চ্যানেলগুলো,নাট্য ও চলচ্চিত্র নির্মাতারা,অ্যাডভারটাইজ মেকাররা সর্বোপরি রয়েছে সেন্স্রবোর্ডের সার্বিক সহযোগিতা।তাছাড়া আছে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা। যেখানে রয়েছে কোমলমতি শিশু শিক্ষার্থীদেরও এই শিক্ষা দেওয়ার সুব্যবস্থা।আরো আছে রাস্তাঘাটে বহিঃদেশীয় হারবাল কোম্পানিগুলোর অ্যাডের অবাধ,অনিয়ন্ত্রিত বিচরণ।এই শিক্ষার অবাধ প্রসারের বিনিময়ে আমরা পাচ্ছি পরিমল,পান্না মাস্টারের মতো শিক্ষকদের।সাথে পাচ্ছি লজ্জাহীন সমাজ ব্যবস্থা।যেখানে পরকিয়া ও লুইচ্ছামি এখন আর লজ্জানা।আমাদেরকে পত্রিকার পাতায় অবাক হয়ে পড়তে হচ্ছে,শিশুরা ঝুঁকছে পর্ণোগ্রাফিতে।এবার ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলে দলবদ্ধভাবে পর্ণ দেখার সময় ধরা খেল ২০ শিক্ষার্থী।তাছাড়া পত্রিকার পাতায় ধর্ষণের খবর দেখে এখন কেউ আর আঁতকে উঠেনা।আমাদের এই ক্ষুদ্র মাথায় এই শিক্ষা দেওয়ার কোন গুরুত্ব ধরা পড়েনা।ধরাবার চেষ্টাও করিনা।তবে এটা মাথায় ধরে যে এই শিক্ষার অবাধ প্রসার দ্রুত রোধ করা প্রয়োজন।না হয় জাতি তমানিশার অতল গহবরে হারিয়ে যাবে।
বিষয়: বিবিধ
১৫৫৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি বুজাতে চাইলেন?বুঝলামনা।
মন্তব্য করতে লগইন করুন