রাতের আকাশের
লিখেছেন লিখেছেন মহসিন শ্রীধরী ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:১৪:২৬ রাত
রাতের আকাশের ঐ তারাগুলো
মিটিমিটি জ্বলছে অবিরত
মনের গহীনে দেয় দোলা দেয়
তারার মত ধ্রুব স্বপ্নরা যত।
মিছে মায়া মমতায় ভরা এ ভূবন
এর তরে চলে চায় আমার জীবন
স্বপ্নের রাজ্যে করি ঘোরাফেরা
পেতে অনন্য মুক্তা শত।
ভুলে যাই খোদার কত যে রহম
তার দয়া করুণার অপার করম।
ক্ষণিকের জীবনে শত চাওয়া পাওয়া
অরণ্যের মাঝে খুজি শান্তির হাওয়া
অনিন্দ্য সুন্দর সুখের নহর
চঞ্চল মন আমার চায় যত ।
বিষয়: সাহিত্য
১২১১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কার দয়ারই দান
তিনি হলেন সবার প্রভু
আল্লাহ মেহেরবান
মন্তব্য করতে লগইন করুন