আওয়ামীলিগ থেকে জুতা লিগ . . .

লিখেছেন লিখেছেন সবুজেরসিড়ি ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:১৬:৫২ রাত

বিগত বেশ কিছু দিন দেখা যাচ্ছে যে আওয়ামীলিগের সাবেক মন্ত্রি, বর্তমান সংসদ সদস্যদের জুতা নিক্ষেপের একটা রীতিতে পরিনত হচ্ছে । আমার মনে হয় আওয়ামীলিগের নীতিনির্ধারকদের এখনই ব্যাবস্থা নেওয়া উচিত । আর তা না হলে ভবিষতে আওয়ামীলিগ থেকে জুতা লিগে পরিনত হতে পারে । যেহেতু তারা ক্ষমতায় আছে সেহেতু তারা নিম্ন লিখিত ব্যাবস্থা গুলি প্রয়োগ করতে পারে :

১. ইসলামী কোন অনুষ্ঠানে বা মাহাফিলে কেউ জুতা পরে উপস্থিত হতে পারবে না ।

২. আওয়ামীলিগ কর্মী সমর্থক ব্যাতিত জুতা ব্যবহারের উপড় নিষেধাজ্ঞ জারী করা যেতে পারে ।

৩. জুতা নিক্ষেপ কারীদের ব্যাপারে সর্বচ্চ শাস্তি মৃত্যুদন্ড এর ব্যাবস্থা রেখে নতুন আইন করা যেতে পারে ।

৪. জুতার উপড় উচ্চ হারে ৮০০ থেকে ১০০০ শতাংশ কর ধার্য করা যেতে পারে তাতে জুতার মুল্য বৃদ্ধি পাবে তাতে তাদের জুতা দামী ভেবে নিক্ষেপ করবে না ।

৫. আওয়ামীলিগের সাংসদ এবং মন্ত্রিরা কোন সম্মেলনে তারা হেলমেট ব্যাবহার করতে পারে যাতে কেউ জুতা মারলে তাদের দৈহিক কোন ক্ষতি না হয় ।

৬. জুতা থেকে বাচার জন্য নিজেরা পলিথিন বা সচ্ছ প্লাস্টিক দিয়ে ঘর এর মত তৈরী করে তার মধ্যে থেকে বক্তিতা দিতে পারে যাতে কেউ জুতা মারলেও তাদের গায়ে না লাগে। মনে রাখতে হবে কাচ ব্যাবহার করা যাবে না কারন জুতার আঘাতে কাচ ভেঙ্গে দৈহীক ক্ষতি হতে পারে ।

আজ এখানেই বাকিটা আপনারাই যোগ করুন . . .

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File