নগ্ন ছবি ফেসবুকে পোষ্ট করার ক্ষেত্রে কোরান ও হাদিস কি বলে

লিখেছেন লিখেছেন সবুজেরসিড়ি ১৩ মার্চ, ২০১৬, ০৮:২০:৪৬ রাত

আমার এক ছোট ভাই আমার ফেসবুকে কিছু নগ্ন মা ও শিশুর ছবি পোষ্ট করে বলেছে মায়ের ভালবাসা নগ্ন হয় সেখানে কোন পর্দা থাকে না । ফেসবুকে নগ্ন ছবি পোষ্ট করে সেটার অর্থ খুজে বের করার কথা বলা হয়েছে । নগ্ন ছবি পোষ্ট করার ক্ষেত্রে কোরান এবং হাদিস কি বলে এটার ব্যাপারে কারোর জানা থাকলে দয়া করে জানাবেন তাহলে উপকৃত হব ।

বিষয়: বিবিধ

১৭৭৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362374
১৩ মার্চ ২০১৬ রাত ০৮:২৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার শিরোনাম শুনে আর ভেতরে পড়ার দরকার নাই!

362386
১৩ মার্চ ২০১৬ রাত ১০:৪৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কোরআন হাদিস তো আর অশ্লীলতাকে প্রশ্রয় দেয় না। সুতরাং সেটা সাপোর্ট করার প্রশ্নই আসে না।
362592
১৬ মার্চ ২০১৬ রাত ০১:৪১
এলিট লিখেছেন : কোরআন ও হাদিস কোন ডিকশনারী নয়। এখানে সব শব্দ পাওয়া যাবে না। ফেসবুক জিনিসটা আবিস্কার হয়েছে মাত্র ১০ বছর আগে। দেড় হাজার বছর আগের কোরআন ও হাদিস এ ব্যাপারে সরাসরি বর্ননা পাবেন কিভাবে? তবে শিক্ষাটা ঠিকই পাবেন। ইসলামে অশ্লীলতা ও নগ্নতা পরিত্যাজ্য। কাজেই সেটা ফেসবুকের ওয়ালে হোক আর ঘরের দেওয়ালে হোক, সবখানেই পরিত্যাজ্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File