হা . . . হা. . . কি যে বলি আওয়ামীলিগের নেতাদের কথা শুনে হাসবো না কাদবো . . .

লিখেছেন লিখেছেন সবুজেরসিড়ি ১৪ নভেম্বর, ২০১৪, ১১:৩৪:৫৮ রাত

"অচিরেই মুসলিম জাহানের প্রধান নেতা হবেন শেখ হাসিনা"

তোষামোদীতা আর কাকে বলে নিচে দেখুন এর চেয়ে জোক আর আছে বলে আমার মনে হয় না ।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশের নেতা। অচিরেই তিনি সারা মুসলিম বিশ্বের প্রধান নেতা হিসেবে আবির্ভূত হবেন।

দীর্ঘ ১১ বছর পর শুক্রবার বেলা ১২টায় নওগাঁর সাপাহার উপজেলা সদরের সরকারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বপন বলেন, ‘আজ সারা বিশ্বে মুসলিমরা ইসলাম বিদ্বেষীদের হামলা ও ষড়যন্ত্রের শিকার। তারা মানবেতর জীবনযাপন করছে। এই নির্যাতিত মুসলিম উম্মাকে বাঁচানোর মত আপসহীন ব্যক্তিত্ব ও মৃত্যু ভয়কে জয় করা রাষ্ট্রনায়ক আর নেই।’

তিনি বলেন, ‘কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে মুসলিম উম্মাকে বাঁচানোর সমস্ত গুণাবলী বিদ্যমান। তিনি আজ যেমন বাঙালির ত্রাণকর্তায় পরিণত হয়েছেন, অদূর ভবিষ্যতে মুসলিম জাহানের প্রধান নেতা হয়ে বিশ্ব মুসলিমের নিরাপত্তার প্রতীক হয়ে উঠবেন।’

বিষয়: বিবিধ

১৪৭৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284271
১৪ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৬
ফেরারী মন লিখেছেন : আরে ভাই বলার কি আছে। পদ পেতে একটু আধটু তেল না মারলে কি চলে? আর পদ পেলেই তো কাড়ি কাড়ি টাকা।
284276
১৫ নভেম্বর ২০১৪ রাত ১২:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাইগ্য ভাল যে আমেরিকার নেতাও হবেন বলে নাই!!!
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৯
227763
সবুজেরসিড়ি লিখেছেন : তা বলেছেন ভাই এদের কাছে সবই সম্ভব , কোন দিন সেটা্ও শোনা যেতে পারে . ..
284290
১৫ নভেম্বর ২০১৪ রাত ০১:০০
মাটিরলাঠি লিখেছেন :
ভয়াবহ তেল মর্দন।
284320
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৩:১২
লজিকাল ভাইছা লিখেছেন : হা হা হা , কেউ সাকা কে খবর দেয় না ক্যারে!! মুনটা চায় সাইকেল চালাইয়া আমেরিকা চইলা যাই।
284338
১৫ নভেম্বর ২০১৪ সকাল ০৫:২৮
কাহাফ লিখেছেন :
অসহ্য অস্বস্হিকর পরিবেশে ব্যাপক বিনোদনের আয়োজন!!! Bee Bee Bee

(পোস্ট টা ২বার হয়েছে!এডিট করে দিন।)
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫০
227764
সবুজেরসিড়ি লিখেছেন : এডিট করা হয়েছে মন্তব্যের জন্য ধন্যবাদ . ..
284349
১৫ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৩৫
শেখের পোলা লিখেছেন : এখনওতো পট্টি বাঁধা বাকী৷ পট্টি আর তসবীহ পেলে আরও বড় কিছুর দাবী করত৷ অসম্ভব প্রভু ভক্ত প্রাণী মনে হচ্ছে।
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৫
227761
সবুজেরসিড়ি লিখেছেন : হুম প্রভু ভক্ত . . .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File