ভোটের দাওয়াত যখন ইসলামের দাওয়াতের চেয়ে গুরুত্বপূর্ন !! একটি অগ্রাধিকারের সংকট

লিখেছেন লিখেছেন তাজুল ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫০:৫৪ রাত

আমাদের দেশে অধিকাংশ ইসলামী রাজনৈতিক দলের দাওয়াতী কর্মসূচী যেমন আছে, তেমন আছে ভোটে অংশগ্রহনও। কোনো এলাকায় ভোটে অংশ নিলে প্রার্থীর পক্ষে ক্যাম্পেইনে আদাজল খেয়ে লেগে যান ইললামের পক্ষের কর্মী বাহিনী। চলতে থাকে ভোটের দাওয়াত। এই দাওয়াত এতটাই প্রবল ও সর্বপ্লাবী যে কোনো বাড়ী বা ব্যক্তির পক্ষে এর সাক্ষাত এড়িয়ে যাওয়া এক প্রকার আসম্ভব। অন্তত মিটিং মিছিলের গর্জন থেকে তো রেহাই নেই। রাত নেই দিন নেই ভোটের দা’য়ীরা অক্লান্ত নিরলস। ম্যসেজ পৌছানো, কনভিন্স করা...... এত সব চেষ্টার অর্জন স্রেফ ইসলামের পক্ষের একজন প্রার্থীর পক্ষে সমার্থন আদায় ছাড়া কিছু নয়। বাস্তব জীবনে ইসলামের অনুসারী হওয়ার ক্ষেত্রেও এর প্রভাব নিতান্তই হালকা। অপর দিকে, কেউ যদি ইসলামের দাওয়াত গ্রহন করেন তার বাস্তব জীবনে এর রয়েছে গভীর প্রভাব। তার ইসলামের অনুশাসন মেনে চলার সম্ভাবনা ক্ষীণ নয়। এর অহরহ নজির সব জায়গাতেই পাওয়া যাবে।

বাংলাদেশে এমন কোনো ইসলামী দল আছে যারা ভোটের মতো গুরুত্ব দিয়ে ইসলামের দাওয়াত দিতে মানুষের ঘরে ঘরে যান? ভোটের মতো রাত দুপুরে ঘুমান্ত মানুষকে ডেকে তুলে ইসলামের দাওয়াত দেন? বরং এটাই তো অহরহ ঘটে আমাদের দা’য়ীরা সারা রাত ডোর টূ ডোর ঘুরে ভোটের দাওয়াত দিয়ে ফজরের নামাজ পড়ে বিশ্রামে যান অথচ ভোটারদেরকে ফরজরের নামাজের দাওয়াত দিতে ভুলে যান।

আমার তো মনে হয় ভোটের দাওয়াতের ঘনত্ব ও ভারত্ব দিয়ে ইসলামের দাওয়াত পৌছাতে পারলে ভোটের দাওয়াতের কোনো প্রয়োজন হতো না।

সমাস্যাটা আমার কাছে স্রেফ অগ্রাধিকারের। ইসলামের কাজের অগ্রাধিকারে উলট পালটের ফল, ধানের হাটে কচু নামানোর ফলের ব্যতিক্রম কিছু হতে পারে না।

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179118
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভোটের দাওয়াতটি নিয়্যতের কারণে ইসলামের দাওয়াতে রূপান্তরিত হতে পারে আল্লাহর দরবারে। যেমন ধরুন; আপনি যার পক্ষে ভোট চাওয়ার জন্য ডোর টু ডোর মুভ করছেন তিনি তার নির্বাচনী এলাকায় ইসলাম কায়েম করতে না পারলেও যদি অন্তত পক্ষে সঠিক ইসলাম চর্চায় বাধা দানকারীও না হয়ে থাকেন তাহলে এটাকেও ইসলামের জন্য পজিটিভ ধরে নেয়া যায়, জুলুমবাজদের তুলনায়।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৫
132116
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সহমত
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৬
132117
তাজুল লিখেছেন : ইসলামের পক্ষে ভোটের দাওয়াত মোটেই নেগেটিভ নয় তবে এর ধরনের কারণে ইসলামের দাওয়াতে রুপান্তর হওয়াও কঠিন।কারণটা এর লিমিটেড ফোকাস। সমস্যটা প্রায়রিটিতে।
179148
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৫
লোকমান বিন ইউসুপ লিখেছেন : কয়দিন ধরে ভাবতেছি কেন ইসলামী দলগুলো সারা বছর ধরে ভোটের দাওয়াত না দিয়ে নির্বাচনের অল্প কয়েকদিন আগে ভোটের কাজ করে? যার ফলে ভোটে গো হারা হারেঁ। আপনি দেখি পুরাই উল্টা কথা কইলেন..এলাকার নাম বলেন গিয়ে দেখে আসি...
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৭
132129
তাজুল লিখেছেন : ভোটের হাট লেগে থাকলে উনারা সারা বছরই ও কাজ করতে পারবেন।
179251
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০৬
শিকারিমন লিখেছেন : আপনার এই কথাটি ইসলামী দলের নেতাদের বুজা উচি।
179303
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৫
তাজুল লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File