তরুন তুমিও এম.পি হতে পার...
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:১৮:২২ রাত
এম.পি!!!!!!!!!!!এই স্বপ্ন তুমি কখনো দেখনি...তোমাকে দেখতে দেয়া হয়নি... স্বপ্ন দেখার আগেই স্বপ্ন বুনা বিনষ্ট করার পরিবেশ আছে হয়ত এই কারনে। "নেতৃত্ব" মানে হুকুম করা নয়...অধীনস্থদের প্রোবলেম সলভ করা। সেবা করা। তুমি যদি মনে কর তোমার মধ্যে এই যোগ্যতা আছে তবে তুমিও নেতা হতে পার ..ইউনিয়ন উপজেলার চেয়ারম্যান হতে পার ..ওয়ার্ড কাউন্সিলর হতে পার... পৌর মেয়র হতে পার...এম.পি হতে পার।
আজকে কি চাকরী করছ ?
সমস্যা নেই। চাকরীর পাশাপাশি আরও কয়েকটা বিজনেস ডেভেলাপ কর। অল্পতে তুষ্ট হও। এক সময় চাকরী ছেড়ে দাও। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাথে রিলেশান রাখ। কর্তৃপক্ষ, শিক্ষক,ছাত্রছাত্রী সব। ইমাম, গ্রামের মুরুব্বী ও নেতা, সকল দলের ও কমুনিটির নেতাদের সাথে সম্পর্ক রাখ। যোগাযোগের জন্যে লিস্ট কর। পাবলিকের মন জয় করার কৌশল শিখ।*** সিন্ডিকেট সমাজসেবা*** এর উপায় বের কর। প্রতি গ্রামের গরীবদের লিস্ট কর। তাদের সঙ্গ দাও। বেকার যুবকদের সঙ্গ দাও। এসি রুমের নেতা নয় গনমানুষের নেতা হও। বিভিন্ন মাসজিদে নামাজ পড়। রিকসা সিএনজি ওয়ালা, খেটে খাওয়া মানুষ, দিন মজুর শ্রমিক, মুটে কুলি,চাষাভূষাকে আপন করে নাও। যুব শক্তির উত্থান ঘটাও। মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে কর।
সামর্থ নেই?
কোন সমস্যা না। কাজে নেমে পড়। টাগের্টের কাছে হলেও যেতে পারবে। তোমার থানার ভিআইপিদের সাথে সম্পর্ক গড়। ভিআইপিদের সঙ্গ তোমাকে ভিআইপিতে রুপান্তরিত করবে। রাসুল সাঃ এর সঙ্গের কারনে সাহাবীরা সাহাবী। আব্বাস আলী খান শেরেবাংলার পি.এস ছিলেন।
সমাজের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা কর। সকল সাবেক মেম্বার চেয়ারম্যানের সাথে সম্পর্ক গড়। রানিং মেম্বার চেয়ারম্যানদের এড়িয়ে চল। ফিউচার মেম্বার চেয়ারম্যান হওয়ার প্রত্যাশীদের সাথে সম্পর্ক গড়। আত্বীয় স্বজনদের সাথে রিলেশান গড়। নিজের কাজিনদের সাথে রিলেশান গড়। এলাকার সকল সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক কর। সমাজ উন্নয়নের জন্যে রেভ্যূলিউশান তৈরী কর। সমাজকে নিজের পরিবার মনে কর। সমাজের বিপদ ও মানুষের বিপদকে নিজের মনে কর। মাঠ ছেড়ে দেয়া নয় ...সংঘাত ছেড়ে দাও। মৌখিক সাক্ষ্য নয় বাস্তব সাক্ষী হও। ন্যায়ের প্রতিষ্ঠায় প্রয়োজনে দলের বিরুদ্ধে অবস্থান নাও। নিজের একান্ত আস্থাভাজন গ্রুপ তৈরী কর। অন্যায়ের সাথে কোন আপোষ নয়। নিজেও অন্যায়কারী হবে না। প্রতিবাদী স্বত্ত্বা তোমাকে ক্যারিশম্যাটিক লিডার হিসেবে আর্বিভূত করবে। প্রয়োজনে নিজেই নিজের থানায় আঞ্চলিক পার্টি কর। শর্টকাট ওয়ে নয় লাইফ টাইম লেগে থাক।
সমাজ তোমাকে বহু গুনে ঋণশোধ করে দেবে।
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার এই পরামর্শ শুধু ব্যাক্তি কেন্দ্রিক, এমন মনে হয়েছে ব্যাক্তি তার স্বার্থে নিজের সংগঠনের অবাধ্য হয়ে গেলেও হতে পারে !!!
এমপি হতে না পারলে সংসদীয় সিস্টেমে ক্ষমতাকে সত্যের পক্ষে ব্যবহার করা যাবেনা। তরুনদের এমপি হওয়ার জন্যে পরিকল্পনা নেয়া উচিত। তবে এমপি হতে হবে সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে।নিয়ত সহীহ হতে হবে। প্রতিযোগিতা লাগিয়ে দিলে লোক তৈরী সহজ।
এইবার আমারে ঠেকায় কে !!!
মন্তব্য করতে লগইন করুন