আমি পারিনা

লিখেছেন লিখেছেন মহসিন শ্রীধরী ২১ জুন, ২০১৩, ০৩:২৪:২২ দুপুর

আমি পারিনা কবিদের মত

দুর্ভেদ্য ভাষায় জীবন ও সমাজের কথা বলতে

আমি পারি না ছড়াকারদের মত

ছড়ায় ছড়ায় ছন্দের মধুর সুর ছড়াতে

আমার কাছে নেই শব্দের অপার ভান্ডার

পারিনা তাই শব্দে নিয়ে খেলতে

আমার মনের আকাংখা বা ভাব

পারিনা সুন্দর ভাবে প্রকাশ করিতে

আমি সত্যের পক্ষের অমিত সুধায়

জীবন তার রঙ্গে রঙ্গিত করতে চাই

আমি বাতিলের অতল গহ্বরে

প্রচন্ড আঘাত করে চিরতরে ধ্বংস করতে চাই।

বিষয়: সাহিত্য

১৪৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File