টাকা দিয়ে চাকরি কিছু করার নেই
লিখেছেন লিখেছেন মোস্তাফা দেওয়ান ২১ জুন, ২০১৩, ০৩:৩৯:২৭ দুপুর
টাকার লোভে
তং 20-06-013 রোজ বৃহস্প্রতিবার
সন্ন্যাস বাড়ী, বান্দাই খাড়া, আত্রাই , নওগাঁ
এই চিত্রে বৈঠক হচ্ছে
যেসব শিক্ষক সন্ন্যাস বাড়ী হাইস্কুলে বহু দিন ধরে শ্রম দিয়ে আসছে তাদের বেতন হচ্ছে না অথচ যে শিক্ষক কোন দিন স্কুলে উপস্থিত হয়নি তার বেতন হচ্ছে।ভাবেন তাহলে কত টাকা দিলে নিজের বিবেক সম্ম্যান বিক্রি করা যায়।
এই দায়িত্বে আছেন সন্ন্যাস বাড়ী হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ সাইদুর রহমান ,পিতা আলহ্বাজ জনাব মোঃ ওসমান গণি , সন্ন্যাস বাড়ী, বান্দাই খাড়া , আত্রাই, নওগাঁ।
স্কুলের সভাপতি ছিলেন মোঃ মাহাবুবুল হক দুলু ভাইস পেন্সিপাল আত্রাই বিশ্ববিদ্যালয় কলেজ।
অবশ্য সভাপতির সহায়তায় এই প্রধান শিক্ষকের গোপন তথ্য বের হয়ে আসে । ক্ষমা চেয়ে নেয় সবার কাছে যে তিনি সভাপতি থাকা কালীন এ ধরনের কান্ডকারখানা হয়েছে তাই।এছাড়া তিনি এর নায্য বিচার করবে প্রশাসনের সাহায্য নিয়ে সে আশ্বাস প্রদান করে । এরকম বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা ভরিভরি অবৈধ শিক্ষক নিয়োগ দিচ্ছে টাকার বিনিময়ে।এই শিক্ষককে ধরলে অনেক গোপন তথ্য বের হবে।(সামনের দিনে ছবিসহ নামের তালিকা দেওয়া হবে যাদের টাকা নেওয়া হয়েছে।)
বিষয়: বিবিধ
১৬৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন