অনলাইন এর উপর দিন দিন বিশ্বাস হারিয় যাচ্ছে।
লিখেছেন লিখেছেন মোস্তাফা দেওয়ান ০৬ অক্টোবর, ২০১৩, ০৭:৫৮:২৫ সন্ধ্যা
সরকার বিরোধী কেউ কিছু করলে তার প্রতি ব্যবস্থা নিন । কিন্তু বহু সাধনার
জিনিস কেন অতি সহজে বন্ধ করে দিবেন? আমার জীবনে আমি এই অনলাইনের মাধ্যমে বহুবার প্রতারিত হয়েছি। অনেক কষ্ট পেয়েছে।
আবার যখন ভালবেসে এই সাইটে কিছু মনের কথা লিখছি, সেখানেও অত্যাচার শুরু করে আমার মনের যণ্ত্রণা বারিয়ে দিয়েছে। তাই কষ্ট পেতে পেতে অনলাইনের উপর আমার বিশ্বাস হারিয়ে যাচ্ছে । বিডি টুডে যেমন বিপক্ষে লেখার লোক আছে তেমনি পক্ষে লেখার লোকও আছে।
সৈয়দ আনোয়ার হোসেন একুশে টেলিভিশনে বলেছে, রাজনিতিক ছত্রছায়ায় যখন যে সরকার আসে সে সরকার তাদের আখের গোছানোর চেষ্টা করে।
একথা সত্য । তাহলে তার মুখ কি দিয়ে বন্ধ করবেন? ডিজিটাল তৈরি করেছেন ডিজিটালের মান রাখুন। নইলে আপনাদের চাইতে আমি বেশি কষ্ট পাবো। টাকা দিয়ে সাহায্য করতে না পারি কিন্তু দলকে ভালবাসি।সুতারাং আপনার প্রতি আমার আশা নষ্ট করবেন না ।
বিষয়: রাজনীতি
১৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন