৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী খুশির কবিতা
লিখেছেন লিখেছেন মোস্তাফা দেওয়ান ২৯ আগস্ট, ২০১৩, ০৯:৫৫:২৩ রাত
তুমি শুধু আমার, শুধু আমার। আমার ছাড়া কারও হতে পারো না।
তুমি আমার জান, আমি তোমার প্রাণ।তুমি ছাড়া বাঁচি কি করে?
তুমি যে আমার মনের মানুষ, মনের হৃদয় ক্ষণে তোমারি নাম লিখিছি।
তুমি ছাড়া এক মর্হতে থাকতে পারিনা।
তুমি আমার জীবন তুমি আমার মরণ।তুমি ছাড়া বাচি কি ক?
তোমার পায়ের নীচে সারাটা জীবন যেন কাটাতে পারি।
তোমার বুকেতে যেন ঘুমাতে পারি সারাটা জীবন সেবা করতে পারি এই মিনতি করি। তোমায় ছাড়া কিছু চায়না।
তোমায় নিয়ে আমার অনেক আশা।
আশা করি স্বপ্ন যেন পুরণ হয়।তুমি যে আমার জীবনের চেয়ে অনেক বড়।
তুমি যে আমার পরানের স্বামী..................................................................................................
বিষয়: বিবিধ
৩০১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন