মহাকাশের সবচেয়ে পরিস্কার ছবি
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ২৯ আগস্ট, ২০১৩, ১০:২০:৪২ রাত
আমি সবসময় বিশ্বাস করে এসেছি পৃথিবীতে বিজ্ঞান ও প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে, আল্লাহর ইচ্ছাতে তার মহিমা জানার, বোঝার এবং প্রচারের জন্যই হয়েছে। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় প্রভাবিত হয়ে নেতিবাচক কাজে ব্যাবহার করে। এই যে, কম্পিউটার এবং ইন্টারনেটের কথায় ধরুন এর অনেক নেতিবাচক দিক রয়েছে, কিন্তু যদি আমরা এই প্রযুক্তিকে ইসলাম প্রচারে ব্যবহার করি তা অত্যন্ত ফল্প্রসু ভুমিকা রাখে, এবং আমি বিশ্বাস করি ইসলাম প্রচারের জন্যই এই প্রযুক্তি মানুষের মাঝে আল্লাহ দিয়েছেন, প্রযুক্তির আবিষ্কর্তা নিজেও হয়ত এ ব্যাপারে ওয়াকিবহাল নন। তেমনি এক প্রযুক্তি দানবীয় দূরবীক্ষণ যন্ত্র, যার মাধ্যমে মহাজাগতিক সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করা সম্ভব। আর জ্ঞানী সম্প্রদায়ই হলো এ কাজের উপযুক্ত মাধ্যম। আর পবিত্র কুরানে আল্লাহসুবহানাতাআলা তার অনেক নিদর্শনের দিকে জ্ঞানী সম্প্রদায়কে আহবান করেছেন।
মহাকাশ বিজ্ঞানীরা একটি নতুন ক্যামেরা তৈরী করতে সক্ষম হয়েছেন, এটি যখন সবচেয়ে বড় মানমন্দিরে বসানো হয়, তা দিয়ে বিখ্যাত হাবল টেলিস্কোপ এর চেয়ে মহাকাশের দ্বিগুন পরিস্কার ছবি তোলা সম্ভব।
নতুন প্রযুক্তি দিয়ে দানবীয় দূরবীক্ষণ যন্ত্রগুলির সর্বোচ্চ সক্ষমতার তাত্বিক সীমা পর্যন্ত পৌছানো সম্ভব, বায়ুমন্ডলে নানা রকম বাধার কারণে যা এতদিন পর্যন্ত অসম্ভব ছিল। ছবি গুলো অনেক ঝাপসা দেখা যেত।
আরিজোনা বিশ্ববিদ্যালয়ে এই প্রকল্পের প্রধান বিজ্ঞানী লেয়ার্ড ক্লোজ বলেন, “এটা খুবই উত্তেজনাকর ব্যাপার যে, এই নতুন ক্যামেরা দিয়ে রাতের আকাশ এত পরিস্কার দেখা যায় যা পুর্বে কখনই সম্ভব হয়নি”।
নতুন প্রযুক্তির এস্ট্রো ক্যামেরায় তোলা নিহারিকার ছবি
[আল্লাহ পবিত্র কুরানে বলেনঃ
"অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধুম্রকুঞ্জ, অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আস ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম"। - সুরা ফুসিলাত, আয়াত-১১]
তিনি আরো বলেন, এই ক্যামেরা দিয়ে এই প্রথমবার দীর্ঘ আলোক সম্পাত কালে ছবি তোলা সম্ভব হয়েছে, এই রেজোলিউশনে একটি বেস বলকে হীরক খন্ডের মত চাঁদে দেখা যাবে। এই প্রকল্পটি MagAO প্রকল্প নেমে পরিচিত।
এই নতুন প্রযুক্তিকে বলা হয় ASM [Adaptive Secondary Mirror] ।এটাকে দূরবীক্ষণ যন্ত্রের মূল আয়নার অনেক উপরে বসানো হয় এবং প্রতি সেকেন্ডে এক হাজার বার এর পাতলা কাঁচের আকৃতি কে পরিবর্তন করে যা বায়ুমন্ডলীয় বাধাগুলোর বিপরীতে কাজ করে।
ফলশ্রুতিতে দৃশ্যমান আকাশকে আগের তুলনায় অনেক বেশী পরিস্কার দেখা যায়।
এটাকে ফুট আয়না সহ একটি দূরবীক্ষণ যন্ত্র বলা যায়।
নতুন প্রযুক্তির দূরবীক্ষণ যন্ত্র।
এই MagAO (Magellan Adaptive Optics) প্রকল্পটি যা চিলির মরুভূমিতে অরিওন নিহারিকার ছবি তোলার কাজে ব্যাবহৃত হচ্ছে। এর দ্বারা অত্যন্ত সুন্দর কিছু ছবি তলা সম্ভব হয়েছে। নতুন ছবি গুলোর মাধ্যমে একটি তারার চারপার্শে গ্রহসমূহ সৃষ্টির প্রক্রিয়াতে যে ভাবে ধুলিকণা উৎপন্ন হয় তার বিস্তারিত বর্ণনা জানা যায় ।
এই সমস্ত বস্তুতে ধুলিকণা কিভাবে ছড়িয়ে আছে তা জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্যাস এবং ধুলিকণা দ্বারাই গ্রহ তৈরী হয়।
আল্লাহ বলেনঃ
" যারা অবিশ্বাস পোষন করে তারা কি দেখেনা যে, আকাশ ও পৃথিবী একাকার ছিল, তারপর আমি তাদের পৃথক করলাম---------" সুরা আম্বিয়া, আয়াতঃ ৩০
তথ্য সুত্রঃ ন্যাশনাল জিওগ্রাফী
বিষয়: বিবিধ
১৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন