ও গাজার দুষ্টু শিশুরা
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ২৬ আগস্ট, ২০১৪, ০৬:৪২:১৮ সকাল
ও গাজার শিশুরা
তোমরা যারা, প্রতিনিয়ত আমার জানালার নীচে দাঁড়িয়ে
চিৎকার করে জ্বালাতন করতে,
![]()
তোমরা যারা , আমার প্রতিটা সকাল হুরোহুরি আর বিশৃংখলায় ভরিয়ে দিতে,
তোমরা যারা, আমার ব্যাল্কনিতে রাখা ফুলদানির একমাত্র ফুল চুরি করতে,
![]()
তোমরা ফিরে এস, আর চিৎকার কর যত খুশী যতক্ষণ
সবগুলো ফুলদানি ভেঙ্গে ফেল,
চুরি করে নাও ফুল গুলো সব।
%%
ফিরে এস,
শুধু ফিরে এস।
![]()
মূলঃ ফিলিস্তিনি কবি খালেদ জুমা
অনুবাদঃ মোতাহারুল ইসলাম
বিষয়: সাহিত্য
১৪৮১ বার পঠিত, ৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
Click this linkClick this link
মন্তব্য করতে লগইন করুন