ও গাজার দুষ্টু শিশুরা
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ২৬ আগস্ট, ২০১৪, ০৬:৪২:১৮ সকাল
ও গাজার শিশুরা
তোমরা যারা, প্রতিনিয়ত আমার জানালার নীচে দাঁড়িয়ে
চিৎকার করে জ্বালাতন করতে,
তোমরা যারা , আমার প্রতিটা সকাল হুরোহুরি আর বিশৃংখলায় ভরিয়ে দিতে,
তোমরা যারা, আমার ব্যাল্কনিতে রাখা ফুলদানির একমাত্র ফুল চুরি করতে,
তোমরা ফিরে এস, আর চিৎকার কর যত খুশী যতক্ষণ
সবগুলো ফুলদানি ভেঙ্গে ফেল,
চুরি করে নাও ফুল গুলো সব।
%%
ফিরে এস,
শুধু ফিরে এস।
মূলঃ ফিলিস্তিনি কবি খালেদ জুমা
অনুবাদঃ মোতাহারুল ইসলাম
বিষয়: সাহিত্য
১৪২৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this linkClick this link
মন্তব্য করতে লগইন করুন