অতিমাত্রায় প্রেম-কাব্যের দিকে ঝুঁকছি

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৬ আগস্ট, ২০১৪, ০৭:৪৪:৪৯ সকাল



.............................................................................................

আমার মেঘলা আকাশে হঠাৎ উকি দেয়া সূর্যের মত একটু আলোর দেখা দিলে

জানি না রংধনুর মত মিলিয়ে যাবে কি না

প্রজাপতি!

তোমার ডানায় কি এখনো কেউ রঙ মাখিয়েছে

আমি জানি না, নাকি আমার অপেক্ষায়?

অথবা পাখির কণ্ঠে কেউ কি বসিয়েছে মুক্তোদানার মালা?

বলতে চাই অনেক কিছু তবু

ঠোটের আগায় এসে শিস টি আর বাজে না

শুধু কবিতার চরণ মাঝে রঙ বিহীন ছবির সাথে কথা বলি

বুঝিনা

শিকার করতে এসে শিকারি নিজেই কিভাবে বন্দী হল

পাখির মায়াজালে

দিকভ্রান্ত হয়ে কাটাময় ঝোপে আটকে সে তাকিয়ে আছে

অবলা হরিণীর সকরুণ চোখের তারায়

তার অসহায় আর্তি হয়ত বা থেকে থেকে বলে উঠছে বাচাও! আমায় বাচাও!

নীরব ইশারায়।

বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258321
২৬ আগস্ট ২০১৪ সকাল ০৭:৫৭
কাহাফ লিখেছেন : ভালো লাগলো,ধন্যবাদ.....
258351
২৬ আগস্ট ২০১৪ সকাল ১০:০৬
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File