না ফেরার দেশে চলে গেলেন পিয়াস করিম স্যার
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৩ অক্টোবর, ২০১৪, ০৮:৫২:৪২ সকাল
মাস খানেকই আগে হবে বোধ হয় প্রেস ক্লাবের ভি আই পি লাউঞ্জে সর্বশেষ তার সাথে দেখা, খুবই ব্যস্ত মানুষ; তারপরও তরুণ শিক্ষার্থীদের আহবানে কখনো না করতেন না। স্বৈরাচার, জালিম , নাস্তিক্যবাদীদেরকে তিনি তার জ্ঞানগর্ভ কথা ও যুক্তির ধারে ধরাশায়ী করে দিতেন সবসময়। আজ সকালে শুনলাম প্রিয় মানুষটির হাসিমাখা মুখের উপর বসানো মিটিমিটি চোখ দুটি বন্ধ হয়ে পরপারে গিয়ে খোলার অপেক্ষায়। আসলে ভাল মানুষগুলি এমন হঠাৎ করেই কাউকে বুঝতে না দিয়ে চলে যায়। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে যদিও খুব বেশি জানি না। তবু দোয়া করছি আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে তার সাথে আলমে বরযখে সুন্দর ব্যবহার করেন।
বিষয়: বিবিধ
১৫১৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইন্নালিল্লাহ... আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুক।
তবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলেই আমার মনে হচ্ছে।
আর যখন সময় এসে যাবে- এক মুহূর্তো দেরী করা হবেনা...
প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত আগামীর জন্য সে কী পাথেয় সঞ্চয় করে পাঠিয়েছে..
আল্লাহতায়ালা তাঁকে ক্ষমা করুন ও জান্নাতনসীব করুন
তাই আগামীর জন্য আমাকে আপনাকে চিন্তা করা প্রয়োজন।
কি রসদ যোগাড় করেছি। আপনাকে মোবারকবাদ।
মন্তব্য করতে লগইন করুন