কেন আজ এই দুর্দশা? মিলিয়ে দেখুন তো কারণ গুলি পাওয়া যায় কি না?

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৪৩:৫২ সকাল



হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা: বলেন,

যে জাতির মধ্যে খেয়ানত কারীর বিস্তার লাভ করে আল্লাহ সে জাতির অন্তরে ভয়-ভীতি সৃষ্টি করে দেন।

যে সমাজে ব্যভিচার ছড়িয়ে পড়ে সে সমাজ দ্রুত ধ্বংসের দিকে ধাবিত হয়, আর যে সমাজে বিশ্বাসঘাতকতার রীতি প্রচলিত হবে, তারা অবশ্যই অভাব অনটনের শিকার হবে।

যে সমাজে অবিচার চালু হবে সে সমাজে হত্যা , খুন সাধারণ ব্যাপারে পরিণত হবে। যে জাতি প্রতিজ্ঞা ভঙ্গ করে সে জাতির উপর শত্রুর আক্রমণ অবশ্যম্ভাবী। (মিশকাত)

আজ অমুসলিম জাতির মধ্যে ব্যভিচার ছাড়া আর অন্যান্য অসৎ গুণাবলি একেবারে নেই বললেই চলে, এজন্যই তারা আজ আমাদের চেয়ে সুখে শান্তিতে বাস করছে আর আমরা মুখে আর কাগজে কলমে মুসলিম হয়ে আসল ইসলাম থেকে দূরে থাকার কারণে দুনিয়ায় নিস্পেষিত নির্যাতিত হচ্ছি। আসল কারণগুলির প্রতিকার করা না গেলে আদৌ মুক্তি মিলবে না।

বিষয়: বিবিধ

১২৬৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269510
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৭
আফরা লিখেছেন : আসল কারণগুলির প্রতিকার করা না গেলে আদৌ মুক্তি মিলবে না। কখনো নয় ।

ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File